Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bizarre

মনের মতো পাত্র খুঁজে দিলে ৪ লক্ষ টাকা পুরস্কার দেব, তরুণীর কীর্তি দেখে স্তম্ভিত সকলে

সম্প্রতি ৩৫ বছর বয়সি ইভ টিলে কোলসান দাবি করেছেন, তাঁকে যে মনের মতো স্বামী খুঁজে দিতে পারবেন, তাঁকেই তিনি ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ) টাকা উপহার দেবেন।

ইভ টিলে কোলসান।

ইভ টিলে কোলসান। ছবি: শাটারস্টক

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১১:৫৭
Share: Save:

টাকা দিয়ে আর যাই হোক ভালবাসা কেনা যায় না, অনেকেই আছেন যাঁরা এই কথায় বিশ্বাস করেন। একাকিত্ব দূর করতে এক তরুণীর কাণ্ড কিন্তু এই কথাটিকে একেবারেই সমর্থন করে না। সম্প্রতি ৩৫ বছর বয়সি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ইভ টিলে কোলসান দাবি করেছেন, তাঁকে যে মনের মতো স্বামী খুঁজে দিতে পারবেন, তাঁকেই তিনি ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ) টাকা উপহার দেবেন। এক সাক্ষাৎকারে ইভ বলেন, ‘‘আমি প্রথমে আমার বন্ধুদের কাছে এই কথা বলি, তাঁরা সফল না হওয়ায় আমি ভাবলাম, আমার সমাজমাধ্যমের বন্ধুদের এই প্রস্তাবটি দিলে কেমন হয়।’’

জুন মাস থেকে এই বর বাছাই করার পর্ব চালাচ্ছেন ইভ। এর মধ্যে ২০ থেকে ২৫ জনের সম্বন্ধও আসে ইভের জন্য। তবে এখনও কাউকে মনে ধরেনি ইভের। ইভের মতে, অনেকেই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন তবে সফল হচ্ছেন না। ইভ বলেন, ‘‘বছর পাঁচেক ধরে আমি একা আছি। বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশ কিছু ছেলের সঙ্গে পরিচয় হয় বটে, তবে লাভ হয় না খুব একটা। কোভিডের পর থেকে ডেটিং সংস্কৃতিতে বড় বদল এসেছে। এখন ডেটিং অ্যাপে কেউই সম্পর্ক বানানোর বিষয় আগ্রহী নয়। তাঁরা ঘুরতে-ফিরতে, মজা করতেই বেশি আগ্রহী।’’

কেমন পাত্র চাই ইভের?

কেমন পাত্র চাই ইভের? ছবি: সংগৃহীত।

কেমন পাত্র চাই ইভের? সমাজমাধ্যমে ইভ নিজেই জানিয়ে‌ছেন, ‘‘পাত্রটিকে অবিবাহিত হতে হবে। তাঁর বয়স হতে হবে ২৭ থেকে ৪০ এর মধ্যে। উচ্চতা ৫ ‌ফুট ১১ ইঞ্চ কিংবা তাঁর বেশি হলেও চলবে। হাসিখুশি স্বভাবের বর চাই তাঁর। সেই ব্যক্তির খেলা, পশুপাখি ও বাচ্চায় আগ্রহ থাকা চাই-ই-চাই!

তবে ইভ একা নন, সমাজমাধ্যমে এসে অনেকেই পাত্র খুঁজে দেওয়ার আর্জি করেন।

অন্য বিষয়গুলি:

Bizarre dating app
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE