Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Viral Video

এলো চুল আর পরনে শাড়ি, টোকিয়োর রাস্তায় ভারতীয় সংস্কৃতির নিশান ওড়ালেন তরুণী

বিদেশের অলিগলিতে শাড়ি পরিহিতা কাউকে দেখলেই তাঁদের চোখ আটকে যায়। ঠিক যেমনটা ঘটেছে জাপানের রাজধানী টোকিয়োতে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Indian woman takes over streets of Japan in saree, video goes viral

জাপানি চোখ ধাঁধালো নেটপ্রভাবী মাহি শর্মার শাড়ির শিখায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৮:১৯
Share: Save:

বিদেশের মাটিতে ভারতীয় পোশাকের সমাদর আগেও ছিল। ইদানীং আলিয়া, দীপিকাদের মতো বলিউডেরর প্রথম সারির নায়িকাদেরও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবের মঞ্চে শাড়ি পরতে দেখা গিয়েছে। বিদেশে থাকা প্রবাসী মহিলারাও উৎসব-অনুষ্ঠানে শাড়ি পরেন। এই পোশাক নিয়ে বিদেশিদের মধ্যে কৌতূহলের শেষ নেই। ভারতীয় বন্ধুর কাছ থেকে শাড়ি পরার কৌশল শিখতেও তাঁরা পিছপা হন না। বিদেশের অলিগলিতে শাড়ি পরিহিতা কাউকে দেখলেই তাঁদের চোখ আটকে যায়। ঠিক যেমনটা ঘটেছে জাপানের রাজধানী টোকিয়োতে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সোনালি জরির কাজ করা, আকাশি রঙের শাড়ি পরে টোকিয়োর রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নেটপ্রভাবী মাহি শর্মা। কোমর ছোঁয়া এলো চুল আর শাড়ি দেখে টোকিয়ো শহরের ব্যস্ত রাস্তাও যেন হঠাৎই থমকে গিয়েছিল। পাশ দিয়ে যাঁরা যাচ্ছিলেন, তাঁরা ঘুরে তাকাচ্ছিলেন মাহির দিকে। সাতসকালে হঠাৎ শাড়ি পরিহিতা ওই তরুণীকে দেখে অবাক হওয়ারই কথা। তবে, মাহি অবাক হয়েছেন অন্য কারণে। হঠাৎ তিনি লক্ষ করেন, জাপানের একদল তরুণ-তরুণী তাঁর ছবি তুলতে শুরু করেছেন। মাহির হাঁটাচলা, সাজপোশাক, পিঠ-কোমর পর্যন্ত দুলতে থাকা চুলের গোছাও ভিডিয়ো ক্যামেরায় বন্দি হতে শুরু করেছে। মাহি বলেন, “এমনিই হঠাৎ করে শাড়ি পরে রাস্তায় বেরিয়েছিলাম। আমার পোশাক দেখে যে সকলে এমন আপ্লুত হয়ে পড়বেন তা বুঝিনি।”

অন্য বিষয়গুলি:

Viral Video Saree Japan Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE