ছাদবাগানে কুমড়ো গাছ বসিয়েছেন। কয়েকমাসে দিব্যি সে বেড়েও উঠেছে। ফলনও হচ্ছে। এরই মধ্যে আচমকা দেখলেন পাতাগুলো ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে। বিষয়টি যে স্বাভাবিক নয়, তা স্পষ্ট। তবে কেন এমন হয় জানেন?
মরসুম বদলের সঙ্গে সঙ্গে গাছের জলের চাহিদাও বদলায়। জল খুব বেশি বা কম হলে এমন সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া ছত্রাক বা ভাইরাসজনিত রোগ, পোকামাকড়ের আক্রমণেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। পাতা কুঁচকেও যায় অনেকসময়। প্রথমেই বুঝতে হবে সমস্যাটা কোথায়?
১. গাছের পাতায় হলুদের রংটা লক্ষ করতে হবে। যদি সাদা বা হলদেটে দাগ পড়ে তা হলে হতে পারে সেটি ডাউনি মিলডিউ-এর জন্য হচ্ছে। এটি ছত্রাকজনিত রোগ। এমনটা হলে নিম তেল, জলে বেকিং সোডা মিশিয়ে তা স্প্রে করা যেতে পারে। গাছের গোড়ায় জল জমলে, আলো-বাতাসের অভাব হলে এই ধরনের ছত্রাকের আক্রমণ হতে পারে।
২. কুমড়ো গাছের পাতায় হলুদ ছোপ দেখা দিলেও সতর্ক হওয়া দরকার। মোজ়াইক ভাইরাস থেকে এমনটা হতে পারে। নিমপাতা জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে দিন পনেরো অন্তর গাছে স্প্রে করা যায়। এ ছাড়া সাবানগুড়ো জলে মিশিয়ে, সেটিও দিতে পারেন।
৩. গাছের পুষ্টির অভাব হলেও পাতা হলুদ হয়ে যেতে পারে। কুমড়ো গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের দরকার হয়। গাছ বেড়ে ওঠার সময় পরিমাণমতো সার দেওয়া জরুরি। তবে সারের মাত্রা ভুল হলেও গাছের ক্ষতি হতে পারে।
এ ছাড়া গাছের গোড়ায় জল জমলে, আলো-হাওয়ার অভাব হলে, গাছ ঠিকমতো কাটছাঁট না করলেও পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এই বিষয়গুলি মাথায় রাখলেই সমস্যা এড়ানো সম্ভব।