Advertisement
০৮ অক্টোবর ২০২৪
Sunil Gangopadhyay

সুনীল স্মরণে ‘দ্য বেঙ্গল’, বাংলার চার সাহিত্যিককে দেওয়া হল ‘সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার’

২০১৩ সালে সুনীলের মৃত্যুর পরের বছর থেকেই দেওয়া হচ্ছে সুনীল স্মৃতি পুরষ্কার। এর আগে ওই পুরষ্কার পেয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, প্রফুল্ল রায়, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকেরা।

সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন চার জন সাহিত্যিক।

সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন চার জন সাহিত্যিক। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৯:৪১
Share: Save:

এক শরতে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে হারিয়েছিল বাংলা সাহিত্য। বারো বছর পর আরও এক শরতের সন্ধ্যায় সুনীল স্মরণে ডুব দিলেন তাঁর অনুরাগীরা। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি পুরষ্কার পেলেন বাংলার চার সাহিত্যিক। পুরষ্কার দিল ‘দ্য বেঙ্গল’। যে সংগঠনের সূচনা হয়েছিল স্বয়ং সুনীলেরই হাত ধরে।

২০১৩ সালে সুনীলের মৃত্যুর পরের বছর থেকেই দেওয়া হচ্ছে সুনীল স্মৃতি পুরষ্কার। এর আগে ওই পুরষ্কার পেয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, প্রফুল্ল রায়, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকেরা। এ বছর ৩ সেপ্টেম্বর, তাজ বেঙ্গলের ক্রিস্টাল রুমে আয়োজন করা হয়েছিল বিশেষ সুনীল স্মৃতি সন্ধ্যার। সেখানেই সুনীল স্মৃতি পুরস্কার দেওয়া হয়। পুরষ্কার পেলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়, বাণী বসু, স্বপ্নময় চক্রবর্তী এবং স্মরণজিৎ চক্রবর্তীকে। তাঁদের হাতে পুরষ্কার তুলে দিলেন সাহিত্যিক এবং ‘দ্য বেঙ্গল’-এর সদস্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

তাজ বেঙ্গলের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য বেঙ্গলের প্রধান পৃষ্ঠপোষক হরিমোহন বাঙুর, সাহিত্য অকাদেমির সভাপতি মাধব কৌশিক এবং সম্পাদক কে শ্রীনিবাস রাও। সুনীল নিজে সাহিত্য অকাদেমির সভাপতি ছিলেন। ‘দ্য বেঙ্গল’-এরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। ‘দ্য বেঙ্গল’ নিয়ে সুনীলের স্বপ্নের কথা বলেন হরিমোহন। পরিচালক গৌতম ঘোষ, অরিন্দম শীল, প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত, শিল্পী যোগেন চৌধুরীর মতো বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহচর্য ধন্য বহু লেখক, কবি এবং সাহিত্যিকেরাও।

অন্য বিষয়গুলি:

Sunil Gangopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE