Advertisement
২২ জানুয়ারি ২০২৫
CIMA Gallery

৩০ বছরের উদ্‌যাপনে নতুন ভাবনার প্রকাশ সিমা গ্যালারিতে, চার শিল্পীর কাজ নিয়ে শুরু প্রদর্শনী

গত ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে সিমা গ্যালারির ৩০ বছরের জন্মদিনের উৎসব। দফায় দফায় চলবে। শনিবার সন্ধ্যায় সেই উদ্‌যাপনের দ্বিতীয় দফার সূচনা হল। চার শিল্পীর কাজ নিয়ে শুরু হল প্রদর্শনী।

CIMA Gallery celebrates thirty years; the second phase of celebratory exhibition begins

শনিবারের সন্ধ্যায় জয়া গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, যোগেন চৌধুরী এবং মীরা মুখোপাধ্যায়ের কাজ নিয়ে শুরু হল প্রদর্শনী। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ২১:২২
Share: Save:

বরাবরই সময়ের থেকে খানিকটা এগিয়ে থাকে কিছু শিল্পীর ভাবনা। আর সেই শিল্পীদের বরাবরই বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে সিমা গ্যালারি। শুরু থেকে তাতেই মন দেওয়া হয়েছে। ৩০ বছরের উদ্‌যাপনেও তাঁদের সঙ্গে নিয়েই আগামীর পথে চলার ইঙ্গিত দিল সিমা।

CIMA Gallery celebrates thirty years; the second phase of celebratory exhibition begins

শিল্পী জয়া গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

গত ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে গ্যালারির ৩০ বছরের জন্মদিনের উৎসব। দফায় দফায় চলবে। শনিবার সন্ধ্যায় সেই উদ্‌যাপনের দ্বিতীয় দফার সূচনা হল। চার শিল্পীর কাজ নিয়ে শুরু হল প্রদর্শনী। সব মিলিয়ে ১২ শিল্পীর কাজ দেখানো হবে গ্যালারিতে। তাই প্রদর্শনীর নাম ‘১২ মাস্টার্স’। মোট বারো জন শিল্পীর কাজ দেখানো হবে। এই দফায় থাকছে বিকাশ ভট্টাচার্য, জয়া গঙ্গোপাধ্যায়, যোগেন চৌধুরী ও মীরা মুখোপাধ্যায়ের শিল্প।

CIMA Gallery celebrates thirty years; the second phase of celebratory exhibition begins

প্রদর্শনীর নাম ‘১২ মাস্টার্স’। চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। —নিজস্ব চিত্র।

শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, জয়া গঙ্গোপাধ্যায় এবং বিকাশ ভট্টাচার্যের পরিবার। সূচনায় যোগ দেন মুনমুন সেন। আনুষ্ঠানিক সূচনা পর্বে গ্যালারির অধিকর্তা রাখী সরকার বলেন, ‘‘শিল্পী ও শিল্পে উৎসাহীদের আগ্রহেই বড় হয়ে উঠেছে সিমা গ্যালারি। আগামী দিনেও সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবে সিমা।’’ সব সময়েই শিল্পকাজে বিশেষ ভাবে উৎসাহী অভিনেত্রী মুনমুন। প্রদর্শনীর সূচনালগ্নে তাঁর মনে পড়ে গ্রামবাংলার মেয়েদের শিল্পমনের কথা। ঘরে ঘরে যে সকল মেয়ে নিজের মতো করে শিল্পকাজ তৈরি করেন, তাঁদের কথা উল্লেখ করেই বাংলার শিল্পকে সম্মান জানান অভিনেত্রী।

৩০ বছর উদ্‌যাপন উপলক্ষে প্রদর্শনীর প্রথম দফায় শিল্পী গণেশ পাইন, সুষেণ ঘোষ, অর্পিতা সিংহ ও শ্রেয়সী চট্টোপাধ্যায়ের কাজ প্রদর্শন করা হয়েছে। পরের দফায় দেখানো হবে লালুপ্রসাদ সাউ, সোমনাথ হোড়, সর্বরী রায়, সনৎ করের শিল্প। এ ছাড়া, আরও একটি প্রদর্শনীর আয়োজন করেছে সিমা। নাম ‘ফ্যান্টাস্টিক রিয়্যালিটিস অ্যান্ড বিয়ন্ড এগ্‌জিবিশন’। ফেব্রুয়ারি মাসে তা প্রথমে দেখানো হবে দিল্লির ভিজ়ুয়াল আর্টস গ্যালারিতে। তার পরে আগামী এপ্রিল মাসে সিমা-এ তা প্রদর্শিত হবে। বারো দশকের শিল্প, ৩৬ জন শিল্পীর কাজের মাধ্যমে তুলে ধরা হবে তাতে। গত কয়েক দশকে এ দেশে শিল্পের বির্বতন কী ভাবে ঘটেছে, তা-ই ফুটিয়ে তোলা উদ্দেশ্য।

এ দফার প্রদর্শনী চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। রবিবার ও ছুটির দিন বাদে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে গ্যালারি। তবে সোমবার গ্যালারি খোলা থাকে বিকেল ৩টে থেকে।

অন্য বিষয়গুলি:

CIMA Gallery CIMA Art Gallery Art exhibition moon moon sen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy