হেনা মাখলে সত্যিই কি চুল ভাল থাকে? অনেকেই বলেন হেনা করার পরে চুল রুক্ষ হয়ে যায়। তবে গবেষণা বলছে, হেনার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা চুলের স্বাস্থ্য ভাল রাখে। হেনা মাখলে চুল লম্বাও নয়, মাথার ত্বকের মৃত কোষ দূর হয়। এমনকি হেনার সেইসব উপাদান চুলের গোড়া মজবুত করতে পারে।
হেনার কোন কোন উপাদান চুলের পুষ্টি জোগায়?
লসোন নামে হেনাতে একটি উপাদান রয়েছে যেটিই রঙের জন্য দায়ী। এই উপাদানটি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। মাথার ত্বকের মৃত কোষ, চুলে জমে থাকায় ময়লা দূর করতে পারে হেনা। চুলের বৃদ্ধির জন্যও কার্যকরী এই উপাদান।
চুলের গোড়া মজবুত করতে পারে হেনাতে থাকা ট্যানিস নামে একটি উপাদান। মাথার ত্বকে পিএইচের ভারসাম্য বজায় রাখতে পারে এই উপাদান। চুল কোমল, মসৃণ ও জেল্লাদার করে।
আরও পড়ুন:
হেনার আরও একটি উপাদান চুলের জন্য ভাল যার নাম মুসিলেজ। এটি জেলের মতো এবং চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলের ডগা ফাটার সমস্যা দূর করতে পারে এই উপাদান।
হেনাতে এসেনশিয়াল অয়েলও থাকে যা চুল নরম ও মসৃণ করতে পারে। খুশকির সমস্যাও প্রতিরোধ করে। সারা বছর খুশকির সমস্যায় অস্বস্তিতে থাকেন অনেকেই। বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করেও লাভ হয় না কোনও। হেনা কিন্তু খুশকির প্রতিরোধের অস্ত্র হতে পারে।
হেনার সঙ্গে কিছুটা নারকেল তেল মিশিয়ে মাখলে, চুল রুক্ষ হবে না। আধ কাপ হেনা গুঁড়োর মধ্যে ২ চামচের মতো নারকেল তেল মিশিয়ে ঢিমে আঁচে ফুটতে দিন। তেল ফুটে উঠলে ছেঁকে রেখে দিন। সপ্তাহে ২-৩ বার এই তেল চুলে ও মাথার তালুতে মালিশ করতে পারেন। সর্ষের তেলের সঙ্গেও ব্যবহার করা যায়। দু’চামচ সর্ষের তেলের সঙ্গে হেনা গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। এই তেল ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন। চুলের গোড়া শক্ত হবে, চুল ঘন ও কালো হবে।