Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Pre Winter Fashion

সকাল, রাতে হিমেল হাওয়ার শিরশিরানি, আবহাওয়ার সঙ্গে কোন পোশাক হবে মানানসই?

শীত নেই, কিন্তু মাঝেমধ্যে হিমেল পরশে গা শিরশির করছে। ঠান্ডা-গরম, দুই-ই সামাল দিতে এমন সময় কোন পোশাক বেছে নেবেন?

শীত পড়ার আগের মরসুমে কোন পোশাক বেছে নেবেন? আলিয়ার মতো শ্রাগ পরবেন না কি  প্রিয়ঙ্কার মতো ডেনিম জ্যাকেট?

শীত পড়ার আগের মরসুমে কোন পোশাক বেছে নেবেন? আলিয়ার মতো শ্রাগ পরবেন না কি প্রিয়ঙ্কার মতো ডেনিম জ্যাকেট? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:৩১
Share: Save:

দিনে গরম। ভোরে এবং রাতে ঠান্ডা। নভেম্বর পড়ে গিয়েছে। খাতায়কলমে শীত আসেনি। তবে কখনও কখনও শরীর ছুঁয়ে যাচ্ছে হিমেল হাওয়া। সকালের দিকে টিশার্ট আরামদায়ক মনে হলেও, রাতে সেই পোশাকে ঠান্ডা লাগছে। মরসুম বদলের সময় ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ অবধারিত।

কখনও ঠান্ডা, কখনও গরম। এমন আবহাওয়ার জন্য কোন ধরনের পোশাক, জুতো বা ফ্যাশন বেছে নেবেন?

টিশার্ট বা টপ

এমন কোনও টিশার্ট বা টপ বেছে নিন, যা গরমের সময়েও আরামদায়ক হবে। সেটি পুরো হাত ঢাকা হতে পারে আবার কনুই পর্যন্তও হতে পারে, হাতা কাটাও হতে পারে। তবে এমন কোনও পোশাক বেছে নিতে হবে, যার উপরে শ্রাগ বা অন্য কিছু পরা যায়।

শ্রাগ বা শার্ট

টপ বা টিশার্টের উপর চাপিয়ে নিন কোনও শ্রাগ অথবা শার্ট। যে কোনও পোশাকে একাধিক স্তর থাকলে ঠান্ডা কম লাগে। এ ক্ষেত্রে সুবিধা হল, ঠান্ডা লাগলে শ্রাগ বা শার্টটি গলিয়ে নিতে পারবেন। আবার গরম লাগলে সেটি খুলে রাখা যাবে।

ঠান্ডা লাগলে টিশার্টের উপর চাপিয়ে নিতে পারেন এই ধরনের শার্ট।

ঠান্ডা লাগলে টিশার্টের উপর চাপিয়ে নিতে পারেন এই ধরনের শার্ট। ছবি: শাটারস্টক।

যে হেতু ভোর বা রাতের বাতাসে হিমেল পরশ রয়েছে, তাই সুতির বদলে সোয়েটশার্ট বেছে নিতে পারেন। বা হালকা শীতে পরা চলে, এমন কোনও ফুলহাতা শার্ট পরতে পারেন। তবে সামনে বোতাম দেওয়া ওভারশার্ট কিন্তু টিশার্টের উপর মানানসই হবে। এর সুবিধা হল গরম হলে টিশার্টের বোতাম খুলে রাখলে তা স্টাইলিশ লাগবে। আবার শীত করলে বোতাম আটকে দেওয়া যাবে। এই মরসুমে এই ধরনের পোশাক উপযুক্ত হবে। আবার শরীরে সঙ্গে লেগে থাকা একরঙা টপের উপর হালকা ডেনিম জ্যাকেটের যুগলবন্দিও বেশ লাগবে।

জিন্‌স টপের সঙ্গে বুক খোলা উলের শ্রাগও পরা চলে। হালকা ঠান্ডায় পরার জন্য উরু এবং হাঁটুঝুলের রকমারি শ্রাগ হয়। বাতাসে হিমেল ভাব কম থাকলে উলের বদলে সুতির লম্বা হাতা শ্রাগও পরতে পারেন।

সুতির ব্লেজার

হালকা ঠান্ডায় সুতির কাপড়ের লম্বা, মাঝারি ঝুলের ব্লেজ়ার পরার চল হয়েছে। শাড়ি হোক বা জিন্‌স, যে কোনও পোশাকের সঙ্গে এই ধরনের পোশাক দেখতে ভাল লাগে। শুধু একরঙা নয়, ইক্কত-সহ বিভিন্ন প্রিন্টেড ব্লেজ়ারও ফ্যাশনে এখন ইন। অফিস হোক বা কোনও অনুষ্ঠান, এই পোশাক হয়ে সর্বত্রই আরামদায়ক এবং মানানসই।

সুতির কাপড়, ইক্কত প্রিন্টের এই ধরনের ব্লেজ়ারও হালকা ঠান্ডায় পরা যায়।

সুতির কাপড়, ইক্কত প্রিন্টের এই ধরনের ব্লেজ়ারও হালকা ঠান্ডায় পরা যায়। ছবি: সংগৃহীত।

জিন্‌স না অন্য কিছু?

গরম হোক বা শীত, জিন্‌স সব মরসুমেই পরা যায়। বিশেষত হালকা শীত বা শীতে জিন্‌সের প্যান্ট বেশ আরামদায়ক। ওয়াইড লেগ, বুটকাট, স্কিনি— যে কোনও ধরনের জিন্‌স বেছে নিতে পারেন। তবে, ট্রাউজ়ার্স বা, স্কার্টও রাখতে পারেন পছন্দের তালিকায়।

জুতো

শীতের মরসুমে পরার জন্য স্নিকার আরামদায়ক। জিন্‌সের সঙ্গে মানানসইও হয়। তবে হিল দেওয়া বা হিল ছাড়া বুটও জিন্‌স বা আঁটসাঁট স্কার্টের সঙ্গে মানানসই হবে। বেছে নিতে পারেন গোড়ালি পর্যন্ত ঢাকা জুতোও।

অন্য বিষয়গুলি:

Winter Fashion Fashion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE