—প্রতীকী ছবি।
ত্বকের যত্নে ক্রিম, টোনারের ব্যবহারের পাশাপাশি সিরামের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময়ে ত্বকের যত্নে মুখে সিরাম ব্যবহার করা জরুরি। ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে, ত্বকের সজীবতা বজায় রাখতে এবং শুষ্ক ত্বকের যত্নে সিরাম কাজে আসে। তবে সিরাম মাখলেই ত্বকের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়। কোন ত্বকের জন্য কী ধরনের সিরাম প্রয়োজন, তা-ও জানা দরকার। দোকান থেকে সিরাম কেনার সময়ে কয়েকটি জিনিস মাথায় রাখলে আপনিও আপনার ত্বকের উপযোগী সিরাম কিনতে পারবেন।
ত্বকের যত্নে ক্রিম, টোনারের ব্যবহারের পাশাপাশি সিরামের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময়ে ত্বকের যত্নে মুখে সিরাম ব্যবহার করা জরুরি। ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে, ত্বকের সজীবতা বজায় রাখতে এবং শুষ্ক ত্বকের যত্নে সিরাম কাজে আসে। তবে সিরাম মাখলেই ত্বকের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়। কোন ত্বকের জন্য কী ধরনের সিরাম প্রয়োজন, তা-ও জানা দরকার। দোকান থেকে সিরাম কেনার সময়ে কয়েকটি জিনিস মাথায় রাখলে আপনিও আপনার ত্বকের উপযোগী সিরাম কিনতে পারবেন।
বয়স অনুযায়ী: যেহেতু সিরামের মধ্যে সব যৌগ সক্রিয় ভাবে থাকে, তাই চাইলেই যে কোনও বয়সে, যে কোনও সিরাম ব্যবহার করা যায় না। তাতে সমস্যা কমার বদলে বেড়ে যায়। ২০ বছর পর্যন্ত বিশেষ কোনও সমস্যা না থাকলে কোনও প্রকার সিরাম ব্যবহার না করাই ভাল। এ ক্ষেত্রে ক্লিনজ়িং, টোনিং আর ময়েশ্চারাইজ়িং করলেই হবে। তবে, যদি অল্প বয়স থেকে ব্রণর সমস্যা থাকে, নায়াসিনামাইডযুক্ত সিরাম ব্যবহার করা যেতে পারে।সিরাম ব্যবহারের সময়ে পরিমাণ নিয়েও সতর্ক থাকতে হবে। খুব বেশি মাত্রায় সিরামের ব্যবহার আবার ত্বকের ক্ষতি করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy