Advertisement
১২ অক্টোবর ২০২৪
Bijaya Dashami

সিঁদুরখেলায় হয়ে উঠুন মোহময়ী! দশমীর সাজ শিখে নিন নয়নতারার থেকে

প্রতি বারই দশমীর সাজে চমকে দেওয়ার পরিকল্পনা থাকে বঙ্গললনাদের। এ বার বরং নয়নতারার পথে হেঁটে দক্ষিণী সাজে মোহময়ী হয়ে উঠুন বাঙালিনিরা।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৭:৫৯
Share: Save:

সিঁদুরে রাঙা হবেন দশমীর বরণে। সেই রংই অঙ্গে জড়িয়ে নিয়ে হয়ে উঠুন মোহময়ী। চারপাশে লালের ভিড়ে লাল রঙেই নজর কাড়বেন কী করে শিখিয়ে দিলেন শাহরুখ খানের দক্ষিণী নায়িকা নয়নতারা। শাড়ি থেকে ব্লাউজ়, গয়না, চুলের সাজ, এমনকি মেকআপেরও খুঁটিনাটি দেখালেন নায়িকা। আপনিও এক ঝলক দেখে নিন।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

নয়নতারা দক্ষিণ ভারতের কন্যা। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী সাজগোজে সাদা আর সোনালির আধিক্য থাকে বেশি। নয়নতারা পরেছেন সোনালি পাড়ের টুকটুকে লাল শাড়ি। সেই শাড়ির জমি জুড়ে ছোট ছোট টিপের মতো গোল বুটি। নয়নতারার শাড়িটি মধ্যপ্রদেশের চান্দেরি শাড়ি। তবে আপনি ওই একই নকশার বাংলার তাঁতে বোনা সুতির শাড়িও পেয়ে যাবেন। বাঙালি বাড়িতে একটিও লাল শাড়ি থাকবে না, তা তো হতেই পারে না।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

দক্ষিণী সাজ অসম্পূর্ণ চুলে ফুলের মালা ছাড়া। দশমীর সিঁদুরখেলার সাজে আপনিও রাখতে পারেন দক্ষিণী হেয়ারস্টাইলের ছোঁয়া। হালকা করে হাত খোঁপা বেঁধে নিয়ে তার চারপাশে লাগিয়ে জুঁই ফুলের গোড়ের মালা।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

টুকটুকে লাল শাড়ির সঙ্গে অন্য কোনও রং নয়, লাল রঙেরই ব্লাউজ় পরেছেন নায়িকা। ব্লাউজের হাতায় শাড়িরই সোনালি পাড়। পিঠে লাল দড়ি বাঁধা নকশা সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে’ গানের কথা মনে করিয়ে দেবে। সেখানে পার্বতী এবং চন্দ্রমুখীর ব্লাউজ়ের নকশা ছিল ঠিক ওই রকম।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

বাঙালির বিজয় দশমী মানে শাঁখাপলা। বিবাহিত হলে আপনিও তা পরতে পারেন। না হলে নয়নতারার মতোই লাল চুড়ির সঙ্গে মিলিয়ে পরতে পারেন সোনালি রঙের মোটা বালা। সঙ্গে কানে টেম্পল জুয়েলারি পরেছেন নয়নতারা। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী নকশা ফুটে ওঠে টেম্পল জুয়েলারিতে। হাতের কাছে না থাকলে সোনালি ঝুমকোও পরতে পারেন এর বদলে।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

কানে ঝোলা দুল পরেছেন, তাই গলায় কিছুই পরেননি নায়িকা। তাতে তাঁর রূপ আরও স্পষ্ট হয়েছে। আপনিও নয়নতারার মতোই দশমীর সাজে গলা ফাঁকা রাখতে পারেন। যদি নিতান্ত পরতেই হয়, তবে খুব সরু একখানা সোনালি চেন রাখতে পারেন গলায়। তবে তার বেশি কিছু নয়।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

লাল শাড়ির সঙ্গে সিঁথিতে চওড়া সিঁদুর পরেছেন নয়নতারা। অবিবাহিত হলে আপনি চুলে সিঁথি না করে টেনে খোঁপা করতে পারেন। সঙ্গে পরে নিন মাঝারি মাপের লাল টিপ। চোখে থাকুক গাঢ় কাজল আর মাস্কারা।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

ব্যস, দশমীর সাজ শেষ। এ বার শুধু দেবীবরণে যাওয়ার অপেক্ষা। প্রতি বারই দশমীর সাজে চমকে দেওয়ার পরিকল্পনা থাকে বঙ্গললনাদের। এ বার বরং নয়নতারার পথে কিছুটা দক্ষিণী সাজে হয়ে উঠুন মোহময়ী।

ছবি: নয়নতারার ইনস্টাগ্রামের পাতা থেকে।

অন্য বিষয়গুলি:

Bijaya Dashami Nayanthara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE