অস্কারে এ বার বলিউডের নায়ক-নায়িকাদের দেখা যায়নি সে ভাবে। গত বছরও দীপিকা পাড়ুকোন হাজির ছিলেন সঞ্চালনার মঞ্চে। প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল অস্কারের আফটার পার্টিতে। এ বছর তাঁরা কেউই নেই। তা বলে কি ভারতীয়েরা একেবারেই ছিলেন না? অস্কারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি বলছে, ভারতীয়েরা তো বটেই। এক ‘বাঙালিনি’ এবং বাঙালির পোশাকও নজর কেড়েছে অস্কারে।
অস্কারজয়ী প্রযোজক
অস্কারে এ বার বলিউডের চেনা নাম ছিলেন যে দু’জন, তাঁদের মধ্যে এক জন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। যাঁর তৈরি দু’টি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার’ এবং ‘পিরিয়ড. এন্ড অফ সেন্টেন্স’ অস্কার জিতেছিল। তাঁর সংস্থা ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘দ্য লাঞ্চ বক্স’, ‘মাসান’, ‘জ়ুবান’, ‘পাগলেইট’-এর মতো ছবি প্রযোজনা করেছে। যার প্রত্যেকটিই সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছে। গুণীতকে অস্কারের রেড কার্পেট এবং অনুষ্ঠান পরবর্তী পার্টি— দু’জায়গাতেই দেখা গেল। অস্কারে মনোনীত স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি ‘অনুজা’র জন্য হাজির হয়েছিলেন তিনি। অভিনেত্রী প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার সঙ্গে মিলিত ভাবে ওই ছবি প্রযোজনা করেছেন গুণীত।

দু’টি অস্কারজয়ী বলিউডের প্রযোজক গুণীত মোঙ্গার ছবি এ বারও মনোনীত হয়েছিল অস্কারে। ছবি: সংগৃহীত।
অস্কারের দু’টি অনুষ্ঠানের জন্য গুণীত পরেছিলেন পোশাকশিল্পী মনীশ মালহোত্রের নকশা করা পোশাক। রেড কার্পেটে গুণীতকে ভারতীয় টিস্যু সিল্কের কফি রঙের শাড়ি পরিয়েছিলেন মনীশ। সঙ্গে একই রঙের করসেট ব্লাউজ় এবং দীর্ঘ ট্রেঞ্চ কোট। গয়না বলতে হিরের বোতাম, দুল, আংটি এবং এক থাক সোনার রুলি চুরি। পরে অস্কারের পার্টিতে গুণীতকে দেখা গেল আইভরি রঙের সিল্কের একটি পোশাকে। সেই পোশাকও খানিকটা শাড়ির মতোই। তবে শাড়ি নয়। নীচের অংশে শাড়ির মতো কুঁচি। ঊর্ধ্বাঙ্গের পোশাক খানিকটা কাফতানের মতো। তাতে মুক্তোপুঁতির কাজ। এর সঙ্গে সোনার টেম্পল জুয়েলারি পরেছিলেন প্রযোজক। তাঁর পোশাকের ছবি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন বলিউডের প্রযোজক কর্ণ জোহর।

অস্কারে বলিউডের একমাত্র তারকা মুখ কর্ণ জোহরই। তবে তিনি উপস্থিত ছিলেন অস্কার পরবর্তী পার্টিতে। ছবি: সংগৃহীত।
বলিউড পরিচালক
অস্কারে দেখা না মিললেও অস্কারের আফটার পার্টিতে দেখা গেল কর্ণ জোহরকে। বলিউডের চেনামুখ তিনি। অস্কারের পার্টিতে কর্ণের সাজগোজও ছিল নজরকাড়া। কর্ণ পরেছিলেন পোশাকশিল্পী গৌরব গুপ্তের নকশা করা পোশাক। কালো রঙের স্যুটের দু’পাশে তামাটে রঙের ডানার মতো দেখতে বড় ব্রোচ। তা থেকে নেমেছে একাধিক সরু চেনের ঝালর। সম্প্রতি নানা ধরনের ব্রোচের ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যাচ্ছে কর্ণকে। অস্কারের পার্টিতেও তার ঝলক দেখা গেল। ওই পোশাকের সঙ্গে কর্ণ পরেছিলেন একটি ক্রুশের আকৃতির লকেট। তবে গলায় নয়, মণিবন্ধে জড়ানো চেন ব্রেসলেট অভাব পূরণ করেছিল আংটির।

মিন্ডি কালিং। জন্মসূত্রে বাংলার যোগ থাকা এই আমেরিকান অভিনেত্রী ‘অনুজা’ ছবির প্রযোজক। ডান দিকের ছবিতে অনুজা ছবির মূল চরিত্রাভিনেত্রীর সঙ্গে মিন্ডি। ছবি: সংগৃহীত।
জন্মসূত্রে বাঙালি
অস্কারের অনুষ্ঠানে স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবির প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন মিন্ডি কালিং। আমেরিকান অভিনেত্রী, হাস্যকৌতুক শিল্পী এবং চিত্রনাট্যকার মিন্ডি জন্মসূত্রে শুধু ভারতীয়ই নন, বাংলার সঙ্গেও সম্পর্ক আছে তাঁর। দক্ষিণ ভারতীয় বাবা অভুদৈয়াপ্পন চোকালিংগম এবং বাঙালি মা স্বাতী রায় সরকারের কন্যা তিনি। তবে জন্ম এবং বেড়ে ওঠা, দুই-ই আমেরিকায়। মিন্ডি বহু জনপ্রিয় টিভি ধারাবাহিক এবং সমালোচকদের প্রশংসা পাওয়া হলিউড ছবিতে অভিনয় করেছেন। তাঁর লেখা বই আমেরিকার বেস্টসেলার্স তালিকাতেও উঠেছে। মিন্ডিও অস্কার মনোনীত ‘অনুজা’ ছবির প্রযোজক। অস্কারের রেড কার্পেটে মিন্ডি পরেছিলেন পোশাকশিল্পী অস্কার দে লা রেন্টার তৈরি গাউন। রুপোলি রঙের পাতায় মোড়া সেই গাউন ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছে।

বেলা বাজোরিয়া। সব্যসাচী মুখোপাধ্যায়ের (ডান দিকে) নকশা করা শাড়ি-গয়নায় অস্কারের রেড কার্পেটে। ছবি: সংগৃহীত।
বাঙালির পোশাক
অস্কারের রেড কার্পেটে উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান ব্যবসায়ী এবং গণমাধ্যমের শীর্ষপদাধিকারী অধিকর্তা বেলা বাজোরিয়া। ইউনিভার্সাল থেকে শুরু করে ওয়ার্নার ব্রাদার্স, সিবিএস-এর দায়িত্ব সামলানো বেলা এখন নেটফ্লিক্সের অন্যতম প্রধান। বেলা অস্কারের লাল গালিচায় হাঁটলেন লাল রঙের শাড়িতেই। সেই শাড়ি আবার তাঁর জন্য নকশা করে দিয়েছিলেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। বেলা সব্যসাচীর শাড়ির সঙ্গে পরেছিলেন সব্যসাচীরই নকশা করা সোনা এবং হিরের নেকলেস। হাতে ছিল পোশাকশিল্পীর বৈগ্রহিক সোনালি রঙের ক্লাচ।