Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Ambani Wedding

অনন্তের বিয়েতে ‘উষ্ণ’ অবতারে কার্দাশিয়ান বোনেরা! সাজে রাঙা হলেন কিম, আইভরিতে মোহময়ী ক্লোয়ি

শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা। মুকেশ-পুত্রের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আমেরিকা থেকে ভারতে এসেছিলেন কার্দাশিয়ান বোনেরা। কেমন ছিল তাঁদের বিয়ের সাজ?

বিয়েবাড়িতে উষ্ণতা ছড়ালেন কিম ও ক্লোয়ি।

বিয়েবাড়িতে উষ্ণতা ছড়ালেন কিম ও ক্লোয়ি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:০৬
Share: Save:

মুকেশ অম্বানী এবং নীতা অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন শুক্রবার। মুকেশ-পুত্রের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আমেরিকা থেকে ভারতে এসেছিলেন কার্দাশিয়ান বোনেরা।

অনন্তের বিয়েতে সাবেকি পোশাকে নজর কাড়লেন কিম ও ক্লোয়ি কার্দাশিয়ান। বিয়ের অনুষ্ঠানের জন্য কিম পরেছিলেন লাল রঙের লেহঙ্গা। তবে কিমের সাজে ‘উষ্ণ’ ছোঁয়া থাকবে না, তাই কখনও হয়। কিমের লেহঙ্গার স্কার্টটি ছিল আঁটসাঁট, ব্লাউজ়ের কাটে স্পষ্ট বক্ষখাঁজ। কিমের লেহঙ্গা জুড়ে ছিল চুমকির কারুকাজ। পো‌শাকের মতোই কিমের হিরের নেকলেসটিও ছিল নজরকাড়া।

কিমের মতো ক্লোয়ির সাজেও ছিল সাবেকি ছোঁয়া। ক্লোয়ির পরনে ছিল আইভরি লেহঙ্গা। তাঁর লেহঙ্গা জুড়ে ছিল সোনালি সুতোর কারুকাজ। কিমের থেকেও ক্লোয়ির সাজ ছিল জমকালো। খোলা চুল, চোখে চশমা, গলায় হিরের চওড়া হারে— ক্লোয়িকে বেশ মানিয়েছিল।

ব্যক্তিগত বিমানে বৃহস্পতিবার মুম্বই পৌঁছেছিলেন কিমেরা। তার পর বিলাসবহুল হোটেলে তাঁদের রাজকীয় অভ্যর্থনার ছবিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন ক্লোয়ি। অম্বানীদের বিয়েতে অতিথিদের জন্য নিরাপত্তাকর্মী এবং বিশেষ গাড়ির বন্দোবস্ত রয়েছে। কিন্তু সে সবকে পাত্তা না দিয়ে কিম ও ক্লোয়ি অটোয় চড়েছিলেন। সেই সফরের ভিডিয়ো ক্লোয়ি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেও বেশি সময় নেয়নি।

তবে কিম ও ক্লোয়ি কিন্তু শুধুই অনন্ত-রাধিকার বিয়ের নিমন্ত্রণরক্ষা করতে ভারতে আসেননি। তাঁদের অন্য উদ্দেশ্যও রয়েছে। সূত্রের খবর, তাঁদের সঙ্গে নিজস্ব টিমও এসেছে। অনন্ত-রাধিকার বিয়েতে দুই বোনের উপস্থিতি রেকর্ড করা হবে। আমেরিকায় একটি রিয়্যালিটি সিরিজ়ে তাঁরা অংশ নিতে চলেছেন। সেখানে এই বিয়ের অনুষ্ঠানের অংশও দেখাবেন দুই বোন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE