Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Make Up Tips

মেক আপের ৪ জাদু টোটকা! অল্প সময়েই ‘খুঁত’ ঢেকে ফেলুন

সাধারণত মেক আপ করার সময় কয়েকটি বিষয়ে অনেকেই ঠোক্কর খান। বিশেষ করে তাঁরা, যাঁরা মেক আপে অভ্যস্ত নন। তাঁদের চারটি মেক আপের টোটকা শিখিয়ে দিলেন শিল্পীরা।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২০:৪৩
Share: Save:

মেক আপ হল এক ধরনের শিল্প। তা যেমন চোখের তলার কালি, ব্রণর দাগ নিমেষে যেমন ঢেকে দিতে পারে। তেমনই মুখের সুন্দর বৈশিষ্ট্যগুলিতে আরও স্পষ্ট করে নজর কাড়তে পারে। সাধারণত মেক আপ করার সময় কয়েকটি বিষয়ে অনেকেই ঠোক্কর খান। বিশেষ করে তাঁরা, যাঁরা মেক আপে অভ্যস্ত নন। তাঁদের চারটি মেক আপের টোটকা শিখিয়ে দিলেন শিল্পীরা।

১। চোখের নিচের কালি ঢাকতে হলে সব সময় কনসিলার লাগান চোখের নীচে উল্টনো ত্রিভুজের আকৃতিতে। এতে চোখের তলার কালি তো ঢাকবেই, তার পাশাপাশি চোখের মণিকেও স্পষ্ট করবে।

২। চোখের পল্লব ঘন দেখাতে হলে আগে পল্লবে কিছুটা পাউডার ব্রাশ করে নিন। তার পরে লাগান মাসকারা। তাহলেই চোখের পল্লব ঘন দেখাবে।

ছবি: সংগৃহীত

৩। অনেক সময়েই অনুষ্ঠানের আগে ভ্রু প্লাক করা হয় না। সময়ও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে বাঁচাতে পারে সাধের মাসকারা। ব্রাশ দিয়ে ভ্রুকে আলগা হাতে আঁচড়ে নিন। তার পরে ভ্রুর রেখা বরাবর ঠিক নীচে সাদা লাইনার লাগিয়ে আঙুলে করে মিশিয়ে নিয়ে উপরে ফেস পাউডার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন।

ছবি: সংগৃহীত

৪। ঠোঁটের উপরের ভাঁজ, যাকে কিউপিড বো বলা হয়, সেটি স্পষ্ট হলে ঠোঁট দেখতে ভাল লাগে। সামান্য হাইলাইটারই সেই কাজ করতে পারে। লিপস্টিক লাগানোর পরে কিউপিড বো-এর উপরে সামান্য হাইলাইটার দিয়ে আঙুলে করে লাগিয়ে নিন। ব্যাস এতেই চোখে পড়বে পার্থক্য। কবিদের কল্পনার ‘স্ফুরিত অধর’ আয়নাতেই দেখতে পাবেন আপনি।

অন্য বিষয়গুলি:

Make Up Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE