Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Raksha Bandhan 2024

৩ টোটকায় এক রাতেই ত্বক হবে চকচকে, রাখির উৎসবে আপনিই হবেন মধ্যমণি

রাখির আয়োজন পেলে পার্লারে যাওয়া অসম্ভব। তবে উপায় আছে হাতের কাছেই। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই এক রাতে ত্বকে আসবে নজরকাড়া জেল্লা।

এক রাতেই ত্বক হোক চকচকে।

এক রাতেই ত্বক হোক চকচকে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ১৫:০৩
Share: Save:

বাঙালির উৎসবের একটা বড় অংশ জুড়ে থাকে সাজগোজ। উৎসবের নাম যা-ই হোক, সাজগোজ ছাড়া তা অসম্পূর্ণ। উৎসবের বাদ্যি বেজে গিয়েছে। সামনেই দুর্গাপুজো। তবে আপাতত রাত পোহালেই রাখিবন্ধন। দিদি-বোনেরা তাঁদের ভাই-দাদার হাতে বেঁধে দেবেন রাখি। উৎসবের কেন্দ্রে ভাইয়েরা থাকলেও দিদিরা সাজবেন না, তা কী করে হয়। এমন উৎসবের আবহে শুধু জমকালো পোশাক পরলেই তো চলবে না, ত্বকেও তো চাই জেল্লা। তবে হাতে সময় একেবারেই নেই। রাখির আয়োজন পেলে পার্লারে যাওয়া অসম্ভব। তবে উপায় আছে হাতের কাছেই। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই এক রাতে ত্বকে আসবে নজরকাড়া জেল্লা।

অ্যালো ভেরা এবং মধু

অ্যালো ভেরা এবং মধু অনেকের বাড়িতেই মজুত থাকেই। এই দুই উপকরণ দিয়ে বাড়িতেই রূপচর্চা করে নিতে পারেন। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরা এবং মধু দারুণ উপকারী। প্রথমে খানিকটা অ্যালো ভেরা ত্বকে ভাল করে মেখে নিন। কিছু ক্ষণ ধুয়ে তার পর মাখুন মধু। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। ত্বক ঝকঝকে হবে।

বেসন, দুধ এবং মধু

টান টান ত্বক সবচেয়ে বেশি নজরকাড়ে। বেসন, দুধ এবং মধু অল্প সময়ে ত্বকে টান টান ভাব আনবে। ৩ চামচ বেসন, কয়েক চামচ দুধ এবং ২ চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। ত্বক হবে জেল্লাদার।

অ্যালো ভেরা, চিনি, মধু

চিনি খেলে মুশকিল, তবে মাখলে সুফল পাওয়া যায়। চিনি ভাল স্ক্রাবার। অ্যালো ভেরা, চিনি এবং মধু একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। তার পর সেটি ত্বকে মেখে ভাল করে ঘষতে থাকুন। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে যাবে। ত্বক ভিতর থেকে সতেজ এবং প্রাণবন্ত হয়ে উঠবে।

অন্য বিষয়গুলি:

Skin care facial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy