দীপাবলির রাতে কেমন পোশাক পরলে মানাবে, টিপ্স নিতে পারেন নায়িকাদের থেকে। ছবি: সংগৃহীত।
এ বার দীপাবলিতে রমণীর বেশ কী? আগের জমানার লাল-মেরুনের দীপাবলি শেষ। জেনওয়াইয়ের ঝোঁক এখন সাদা, আকাশি, চ্যানেল ইয়েলো, লাল আর আগুন রঙের দিকে। শরীরের কার্ভ বোঝানোর জন্যই আজকের প্রজন্ম পোশাক বাছেন। সেই কারণে দীপাবলিতে লহেঙ্গা, লেয়ার্ড স্কার্ট, ডিপ নেক কাপ ব্লাউজ আর ক্রপটপের চল। দীপাবলির রাতে পার্টি থাকলে ঠিক কী পরে যাবেন যদি বুঝতে না পারেন, তা হলে দেখে নিন বলিউডের নায়িকারা কেমন ভাবে সাজছেন।
আনারকলি-দোপাট্টা
নকশাদার আনারকলির মধ্যে সোনালি জরির কাজ বা এমব্রয়ডারি কাজ এখন বেশ চলছে। আনারকলির লো নেকলাইনই এখন পছন্দের তালিকায় রয়েছে। যদি ডিপ কাট পরেন তা হলে আলাদা করে কোনও নেকপিস পরার দরকার নেই। বরং হাতে ও কানে জাঙ্ক জুয়েলারি বা সোনার গয়না পরতে পারেন।
মায়ের আলমারি থেকে বেছে নিতে পারেন চিকনকারি বা কাঞ্জিভরম
শাড়িপ্রেমীদের পছন্দের তালিকায় যে শাড়িগুলি শীর্ষে থাকে, তার মধ্যে কাঞ্জিভরম, বেনারসি, বালুচরি, তসর, জামদানি, কটন হ্যান্ডলুম অন্যতম। ইদানীং ফ্যাশনে কিন্তু আবার পুরনো দিনের নকশা ‘ট্রেন্ডিং’। অভিনেত্রী সোনাক্ষী সিন্হাও বিয়ের দিন তাঁর মায়ের ৪০ বছর পুরনো চিকনকাড়ি শাড়ি পরেই নজর কেড়েছিলেন সবার। মা, দিদিমাদের শাড়িগুলি এখন আবার বাজারে উঠছে নতুন মোড়কে। ইচ্ছে করলেই আপনি নতুন শাড়ির পিছনে খরচ না করে আলমারিতে রাখা পুরনো শাড়িগুলিই কায়দা করে পরে ফেলতে পারেন যেমন জাহ্নবী কপূর পরেন। এখন টিস্যু সিল্ক কাঞ্জিভরমও পাওয়া যায়। অন্যান্য কাঞ্জিভরমের থেকে অনেক বেশি হালকা। ফলে গরমেও তা অস্বস্তির কারণ হবে না। কঙ্গনা রানাউত
হাই-ওয়েস্ট স্কার্টের সঙ্গে ক্রপ টপ
হাই ওয়েস্ট স্কার্ট এখন ফ্যাশনে ইন। তার সঙ্গে ফিউশন করে পরা যেতে পারে ক্রপটপ। বেশি অ্যাকসেসরিজ় নায়িকার আবার পছন্দ নয়। ছিমছাম সাজেই মোহময়ী লাগছে শর্বরীকে।
লেহঙ্গার সাজ
একটু সাহসী সাজ চাইলে ভূমি পেদনেকারের মতো ইন্দো-ওয়েস্টার্ন ‘লেয়ার্ড ফ্রিল’ লেহঙ্গার সঙ্গে ব্রালেট ব্লাউজ় পরতে পারেন। আমার তমান্না ভাটিয়ার মতো লেহঙ্গার সঙ্গে পরতে পারেন ডিপনেক ক্রপ টপ স্টাইল ব্লাউজ়। এমন ধরনের ব্লাউজ়ের নকশা শাড়ির সঙ্গেও দারুণ মানাবে। তবে পোশাক জমকালো হলে মেকআপ ছিমছাম হওয়াই ভাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy