শীতে যেমন চুলের আর্দ্রতা নষ্ট হয়, ঠিক তেমনই গরমেও রোদে ক্ষতি হয় চুলের। চুলের গোড়ায় ঘাম জমে তাতে বাইরের ধুলো ময়লা আটকে গোড়া আলগা করে দেয়। ফলে চুল ঝরার সমস্যা হয় বেশি। যাঁদের খুশকির সমস্যা রয়েছে তাঁদের ছত্রাক সংক্রমণও হতে পারে। তাই গরমে চুলের স্বাস্থ্য ভাল রাখার ব্যাপারে আরও বেশি নজর দেওয়া দরকার। চুলের স্বাস্থ্য ভাল রাখতে কাঠবাদামের তেল উপযোগী। সেই কাঠবাদামের তেল দিয়ে তৈরি তিন রকম হেয়ার মাস্কের সন্ধান দিলেন রূপচর্চা শিল্পীরা।
১। মধু এবং তেল

দুই টেবিল চামচ কাঠবাদামের তেলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে চুল এবং মাথার ত্বকে ভাল করে মাসাজ করুন। ঘণ্টা খানেক রেখে ধুয়ে ফেলুন।
২। কলা এবং তেল

সম পরিমাণে কাঠবাদামের তেল এবং মধু একসঙ্গে মিশিয়ে তার মধ্যে মেশান একটি চটকে নেওয়া কলা। পুরো মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে ভাল করে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন।
৩। পেঁয়াজের রস

পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল এবং কাঠবাদামের তেল সমপরিমাণে মিশিয়ে মাথায় মেখে যাকুন আধ ঘণ্টা। তার পরে শ্যাম্পু করে নিন।