ত্বকের যত্ন নেওয়া মানেই দামি প্রসাধনী কিংবা রাসায়নিক ট্রিটমেন্ট নয়। হেঁশেলের সামান্য জিনিস ব্যবহার করেও ত্বকের রোজকার যত্নটুকু নেওয়া যায়। নিয়মিত মেকআপ করলে, কম ঘুমোলেও ত্বকের ক্ষতি হয়। নানা ব্যস্ততার মাঝে আলাদা করে সালোঁয় যাওয়ার সময় হয় না। অগত্যা ঘরোয়া টোটকাই ভরসা। তবে শুধু সাধারণ মানুষ নয়, অভিনেতা-অভিনেত্রীরাও সেই টোটকা মেনে চলেন। সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিন্হার তেমনই একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তাঁর স্বামী, অভিনেতা জ়াহির ইকবাল। ছবিতে দেখা যাচ্ছে, কাজের ফাঁকে ‘পাওয়ার ন্যাপ’ নিয়ে জিরিয়ে নিচ্ছেন সোনাক্ষী। তাঁর দু’টি চোখের উপর রাখা জলে ভেজা টি ব্যাগ।
আরও পড়ুন:
চোখের উপর টি ব্যাগ রাখলে কী উপকার হবে?
১) গ্রিন বা ব্ল্যাক টি-র মধ্যে রয়েছে ক্যাফিন। চোখের তলার কিংবা তার আশপাশের ফোলা ভাব দূর করতে সাহায্য করে এই উপাদানটি।
২) প্রদাহজনিত কারণে অনেক সময়ে চোখের তলায় বা আশপাশে থাকা রক্তজালিকা স্পষ্ট হয়ে ওঠে। চোখের উপর ঠান্ডা টি ব্যাগ রাখলে এই ধরনের সমস্যাও নিয়ন্ত্রণে রাখা যায়।
৩) চোখের পেশি ক্লান্ত হয়ে পড়লেও চোখের উপর হালকা গরম টি ব্যাগ রাখা যেতে পারে। ড্রাই আইজ়ের সমস্যা থাকলে বা সারা ক্ষণ চোখ থেকে জল পড়লে এই টোটকা কাজে লাগবে। তবে খেয়াল রাখবেন তা যেন খুব গরম না হয়।
৪) চোখের চারপাশের ত্বক খুব স্পর্শকাতর হয়। খুব সহজেই তা শুষ্ক হয়ে পড়তে পারে। ঘন ঘন ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করে চোখের উপর ঠান্ডা টি ব্যাগ রাখতে পারেন, কাজ হবে।