লম্বা আর ঘন চুল বহু মেয়েরই স্বপ্ন। প্রতি মুহূর্তে ছুটতে থাকা জীবনে সেই চুলের যত্ন নেওয়া কষ্টকর জেনেও, এক ঢাল ঘন চুলের আকাঙ্খা থাকে, থাকবেও। কিন্তু মুশকিল হল এ যুগের দূষণ, খাওয়াদাওয়ার অনিয়ম, চুলের অযত্ন এবং অপুষ্টির সমস্যা সামলে নিয়েও তেমন চুল পান না অনেকেই। ক্যাস্টর অয়েল সেই স্বপ্নপূরণে সাহায্য করতে পারে। কিন্তু মাথায় ক্যাস্টর অয়েল মাখবেন কী ভাবে? রূপচর্চা শিল্পীরা জানাচ্ছেন, ক্যাস্টর অয়েল ব্যবহারের তিন উপায়।
১। দুই টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে সম পরিমাণ কাঠবাদামের তেল মিশিয়ে নিন। এর পরে ওই তেল মাথার ত্বকে ভাল ভাবে মাসাজ করুন। তার পরে তেল লাগিয়ে নিন চুলের ডগা পর্যন্ত। ঘণ্টা খানেক রাখুন। তার পরে শ্যাম্পু করে নিন।

২। সমপরিমাণ ক্যাস্টর অয়েল এবং টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে নিন। কয়েক ঘণ্টা ওই ভাবেই থাকতে দিন। তার পরে শ্যাম্পু করে নিন।
৩। ক্যাস্টর অয়েলের সঙ্গে রোজ়মেরি অয়েল মিশিয়েও মাথায় মাখা যেতে পারে। তাতে চুল ঘন হওয়ার পাশাপাশি, চুলে আসবে স্বাস্থ্যকর ঔজ্জ্বল্য। ভাল ভাবে মাথায় লাগিয়ে নিয়ে শ্যাম্পু করে নিন।

৪। মেথিগুঁড়োর সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে মাসাজ করে রেখে দিন রাত ভর। ঠান্ডা লাগার সমস্যা থাকলে অবশ্য দীর্ঘ ক্ষণ রাখবেন না। বদলে কয়েক ঘণ্টা রেখে তার পরে শ্যাম্পু করে নিন।
৫। পেঁয়াজের রসের সঙ্গে সমপরিমাণ ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথায় মাথলেও তা মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখে।