ত্বকের পরিচর্যায় প্রায় সকলেই কোরিয়ান উপায় অনুসরণ করছেন আজকাল। অনুপ্রেরণা অবশ্যই কোরিয়া দেশের সুন্দরীদের কাচের মতো দাগহীন মসৃণ ত্বক। সেই ত্বক পেতে সারা দিনে নানা ভাবে মুখ পরিষ্কার করছেন কেউ। কেউ আবার ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য সারা দিন বারে বারে ময়েশ্চারাইজ় করছেন। মোট কথা ত্বক চর্চার কোরিয়ান উপায় এখন ট্রেন্ড। আর সেই ধারা অনুসরণ করা যেতে পারে দোলের আগে ত্বকের যত্ন নিতেও।
দোলে আজকাল সকলেই নানা রকম অনুষ্ঠানে যোগ দেন। কেউ পার্টি দেন। কেউ বন্ধুদের সঙ্গে বাড়ির সীমিত পরিসরে উদযাপন করেন নিজের মতো করে। কেউবা পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিনিকেতনে গিয়ে দোল খেলেন। দোলের বিশেষ আয়োজনের সাজগোজেও থাকে বিশেষ নজর। দোলের উজ্জ্বল রং গালে লাগার আগে তাই ত্বককেও করে তুলুন উজ্জ্বল। পাশাপাশি প্রস্তুত থাকুন, যাতে রং মর্মে লাগলেও ত্বকের ‘বর্ম’ ভেদ করে ক্ষতি না করতে পারে।
দোলের আগে তিন কোরিয়ান ফেস মাস্কের সন্ধান দিলেন রূপচর্চা শিল্পীরা। ঝঞ্ঝাটহীন ওই তিন ফেসমাস্কের প্রত্যেকটিতেই লাগবে কেবল দু’টি করে উপকরণ।
ফেসপ্যাক ১
উপকরণ: গ্রিন টি ব্যাগ আর মধু
প্রণালী: গরম জলে গ্রিন টি ভিজিয়ে চা হয়ে গেলে ঠান্ডা হতে দিন। তার পরে ওর সঙ্গে মিশিয়ে নিন মধু। মুখে পাতলা আস্তরণ দিন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
ফেসপ্যাক ২
উপকরণ: ডিমের সাদা অংশ এবং অ্যালোভেরা
প্রণালী: ডিমের সাদা অংশটি ফেটিয়ে ফ্যানার মতো হয়ে এলে তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ফেসপ্যাক ৩
উপকরণ: ওটমিল আর দুধ
প্রণালী: উষ্ণ দুধে ১০ মিনিট ওটমিল ভিজিয়ে তা মিক্সিতে মিহি করে বেটে নিন। মুখে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট। তার পরে জল দিয়ে ঘষে তুলে ফেলুন।