কান চলচ্চিত্র উৎসবে ভারতীয়রা কী করে যাচ্ছেন, তা নিয়ে কৌতূহল বরাবরই। দীপিকা পাড়ুকোন কী পরলেন, সোনম কপূর কী পরলেন, রিচা চড্ডা কী পরলেন, প্রত্যেকবারই তা নিয়ে শোরগোল পড়ে যায় ফ্যাশন-মহলে। এঁদের অনেকেই এর আগেও শাড়ি পরে হেঁটেছেন রেড কার্পেটে। কেউ মণীশ মলহোত্রের শাড়িতে আবার কেউ সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে। কিন্তু খাস বাংলা জামদানী শাড়ি এই প্রথন শোভা পেল কানে। সৌজন্যে বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক।
আরও পড়ুন:
আরঙ্গ নামে এক ব্র্যান্ডের মসলিন জামদানী শাড়ি পরেছিলেন আজমেরি। নজর কেড়েছে তাঁর ব্লাউজও। নানা রকম পাথর দিয়ে কারুকাজ করা তাঁর ব্লাউজ দারুণ মানিয়েছে হালকা রঙের শাড়ির সঙ্গে। মেকআপ ঘন করে কাজল পরেছিলেন অভিনেত্রী, বাকি সাজ ছিমছাম।
এই প্রথম কোনও বাংলাদেশি ছবি বাছাই করা হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ‘রেহানা মারিয়াম নুর’ নামে ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আজমেরি।