ফাইল চিত্র।
রাত পোহালেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে সব রাজনৈতিক দলের কাছে ভোট চাইলেন বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্হা। পাশাপাশি বার্তা দিলেন, এটা কোনও দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নয়। আদতে দুই মতাদর্শের লড়াই। দ্রৌপদী মুর্মুকে সামনে রেখে কার্যত বিজেপিকে তুলোধনা করলেন যশবন্ত।
এক বিবৃতিতে যশবন্ত লিখেছেন, ‘ধর্মনিরপেক্ষতা, সংবিধানের মূল স্তম্ভ রক্ষা করতে চাই। আমার প্রতিদ্বন্দ্বী এমন একটা দলের, যারা এই স্তম্ভ ধ্বংস করতে লুকোছাপা করে না। তারা আধিপত্য কায়েম করতে চায়।’ তিনি আরও লিখেছেন, ‘আমি ঐক্যমত ও সহযোগিতার রাজনীতিকে প্রেরণা জোগানোর পক্ষে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাশে যে দল রয়েছে, তারা সঙ্ঘাত ও সংঘর্ষের রাজনীতি করে।’
My appeal to all members of the electoral college ahead of the Presidential election tomorrow. pic.twitter.com/27JVgwC8ZN
— Yashwant Sinha (@YashwantSinha) July 17, 2022
বিজেপিকে বিঁধে বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুকে যদি বেছে নেওয়া হয়, তা হলে গণতান্ত্রিক ভারতকে কমিউনিস্ট চিনের মতো রূপান্তরিত করতে চায় যারা, তাদের নিয়ন্ত্রণাধীন হবে।
বিবৃতিতে যশবন্ত বলেছেন, ‘এক দেশ, এক দল, এক মহান নেতা। এটাকে কি রোখা যাবে না? হ্যাঁ, আপনারাই তা পারেন।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy