কুয়ো থেকে এক মহিলা এবং তাঁর চার সন্তানের দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সন্তানদের নিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগরে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভানুবেন জীবাভাই তোরিয়া। তাঁর চার সন্তান আয়ুষ, অজু, আনন্দী এবং হৃত্বিক। তাঁদের বয়স ৩-১০ বছরের মধ্যে। শনিবার সকালে স্থানীয়ের পাঁচ জনকে কুয়োর জলে ভাসতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা পাঁচ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
কী ভাবে সকলের চোখ এড়িয়ে চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। মহিলার পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সুপার রাজদীপ দেবরা জানিয়েছেন, সুমরা গ্রামে একটি কুয়ো থেকে এক মহিলা এবং চার শিশুর দেহ উদ্ধার হয়েছে। তবে ঘটনাটি প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও, অন্য সম্ভাব্য কারণগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, পরিবারের লোকজন দাবি করেছেন যে, কোনও অশান্তি বা ঝামেলা হয়নি। তবে মহিলার এক আত্মীয় মুঙ্গাভাই তোরিয়ার দাবি, বেশ কিছু দিন ধরে আর্থিক অনটনের মধ্যে ছিল ভানুবেনের সংসার। সন্তানদের পড়াশোনার টাকা ঠিকমতো জোগাড় করতে পারছিলেন না। তাই মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে দাবি ওই আত্মীয়ের। বাড়ি থেকে কিছুটা দূরে শ্মশানঘাটের কাছে একটি কুয়ো থেকে পাঁচ জনের দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।