—প্রতিনিধিত্বমূলক ছবি।
ডিম কিনতে খরচ হয়েছিল ১১৫ টাকা। কিন্তু সেই খরচ কে মেটাবে, তা নিয়েই ঝগড়া শুরু হল চার বন্ধুর মধ্যে। আর সেই ঝগড়ার পরিণতিতেই তিন কিশোর খুন করল বছর পনেরোর এক কিশোরকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ঘুঘুলি গ্রামে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমের তরকারি খাবে বলে স্থানীয় দোকানে ডিম কিনতে গিয়েছিল চার বন্ধু। ডিম কেনার পর বিক্রেতা তাদের ১১৫ টাকা দিতে বলেন। সেই টাকা কে দেবে, তা নিয়েই বিবাদের সূত্রপাত। কথা কাটাকাটি চলতে চলতেই চন্দন নামের এক কিশোরের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাকি তিন বন্ধু। এলোপাথাড়ি কোপ মারার পর চন্দনের দেহ ভাসিয়ে দেওয়া হয় নিকটবর্তী ছোট গণ্ডক নদীতে। তার পর গা ঢাকা দেয় তিন জন।
ছেলে রাতেও বাড়ি ফিরছে না দেখে থানায় খবর দেয় চন্দনের পরিবার। শুক্রবার সকালে নদীতে চন্দনের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চন্দনের তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। হত কিশোরের পিতা থানায় ওই তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy