উত্তরপ্রদেশের ফতেহপুরে দু’টি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত বেশ কয়েকটি ওয়াগন। দু’টি মালগাড়ির চালক এবং সহ-চালকের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল না পেয়ে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। ওই লাইনেই চলে আসে আরও একটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। তার পরই দু’টি মালগাড়িই বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ডে়ডিকেটেড ফ্রেট করিডরে (ডিএফসি)। ওই লাইন ধরে শুধু মালগাড়িই যাতায়াত করে। ফলে যাত্রিবাহী ট্রেন চলাচলের উপর কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর।
জানা গিয়েছে, এই দুর্ঘটনা কানপুর এবং ফতেহপুরের মাঝে পাম্ভীপুরের কাছে হয়েছে। রেল সূত্রে খবর, সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারায় অন্য মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। বেশ কয়েকটি ওয়াগনও লাইনচ্যুত হয়েছে। সেগুলি সরিয়ে লাইন পরিষ্কারের কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের শীর্ষ কর্তারা। দু’টি মালগাড়ির আহত চালক এবং সহ-চালকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পর পর ট্রেন দুর্ঘটনায় এমনিতেই রেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছিল। ফতেহপুরের এই দুর্ঘটনা আবারও নিরাপত্তার প্রশ্ন জোরালো হতে শুরু করেছে।