পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু! কেমন পরিস্থিতি প্রয়াগরাজের মহাকুম্ভে
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। যোগী আদিত্যনাথের সরকার বুধবার মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। মৌনী অমাবস্যা তিথি উপলক্ষে মঙ্গলবার রাত থেকে ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’-এর তোড়জোড় শুরু হয়েছিল। গভীর রাতে বিপুল জনসমাগমে হুড়োহুড়ি শুরু হয়। রাত ২টো নাগাদ ভেঙে যায় ব্যারিকেড। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে গিয়েছিলেন। যাঁরা পড়ে গিয়েছিলেন, প্রাণ বাঁচাতে তাঁদের মাড়িয়েই চলে যান অনেকে। এতেই গুরুতর জখম হন পুণ্যার্থীদের একটা অংশ। প্রয়াগরাজ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ বুধবার সন্ধ্যায় সরকারি ভাবে জানান, ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০-এর বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। বুধবার সকাল থেকে বেশ কিছু ক্ষণ ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’ বন্ধ রাখা হয়। পুণ্যার্থীশূন্য করে দেওয়া হয় ঘাট। ঘোড়সওয়ার পুলিশ মহাকুম্ভে নিরাপত্তা নিশ্চিত করতে ঘুরে বেড়াচ্ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পুণ্যস্নানের প্রক্রিয়া শুরু হয়। আকাশপথে হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের উপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আরজি কর আর্থিক দুর্নীতি: সন্দীপদের মামলার শুনানি
আজ আরজি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি রয়েছে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট পাঁচ অভিযুক্তের মামলা শুনবে আদালত। অভিযুক্তদের তালিকায় রয়েছেন আফসার আলি, বিপ্লব সিংহ প্রমুখ। হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় তাঁদের গ্রেফতার করেছিল সিবিআই। আরজি করে গত ৯ অগস্ট এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয় কর্তব্যরত অবস্থায়। সেই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তাঁকে আমৃত্যু কারাবাসের শাস্তিও দেওয়া হয়েছে। ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছিল সিবিআই। তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে না-পারায় দু’জনেই জামিন পেয়ে গিয়েছেন। তবে আর্থিক দুর্নীতি মামলায় এখনও জেলে সন্দীপ। কলকাতা হাই কোর্ট সম্প্রতি সেই মামলার এক সপ্তাহের মধ্যে সিবিআইকে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।
ভোটপ্রচারে কেজরীর রোড শোয়ে অখিলেশ
সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। আজ দিল্লিতে ‘রোড শো’ করার কথা রয়েছে আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের। সেখানে তাঁর সমর্থনে ‘রোড শো’য়ে শামিল হবেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। এ বারের নির্বাচনে বিজেপির পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করছে কেজরীওয়ালের দল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক কংগ্রেস এবং আপ একে অপরকে নাগাড়ে আক্রমণ শানাচ্ছে ভোটের মুখে। এই অবস্থায় আজ ‘ইন্ডিয়া’র অপর শরিক দলের নেতা অখিলেশের কী অবস্থান থাকে, সে দিকে নজর থাকবে।
তাহাউরের প্রত্যর্পণ: আমেরিকা যাচ্ছে এনআইএ-র প্রতিনিধি দল
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে দ্রুত ভারতে নিয়ে আসতে চাইছে কেন্দ্র। তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ-র প্রতিনিধি দলের। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর বর্তমানে আমেরিকার জেলে বন্দি রয়েছেন। তাঁকে এ দেশে আনার জন্য অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমেরিকার প্রশাসনও চাইছে ফিরিয়ে দিতে। কিন্তু তাহাউর প্রত্যর্পণ ঠেকাতে মামলা করেন আদালতে। সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া যাবে।
তাপমাত্রা বেড়েই চলেছে, মাঘ শেষের আগেই কি শীত বিদায়
শীত কমতে শুরু করেছে রাজ্যে। আগামী কয়েক দিনে শীত আরও কিছুটা কমতে পারে। আজ থেকে পর পর তিন দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরের দু’দিন নতুন করে তাপমাত্রা বৃদ্ধি না পেলেও, তা একই রকম বজায় থাকবে। কলকাতায় আগামী দেড় সপ্তাহে তাপমাত্রা খুব বেশি নড়চড়ের সম্ভাবনা নেই। সরস্বতী পুজোতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা উপরে থাকতে পারে।