Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
News Of The Day

আদানি থেকে ওয়াকফ বিষয়ে উত্তপ্ত হবে কি লোকসভা। বিধানসভায় কী হবে। দিনভর আর কী কী নজরে

বিরোধীরা আদানি ‘ঘুষকাণ্ড’ নিয়ে প্রথম দিনের মতো আজও সংসদ অচল করে দিতে পারে বলে রাজনীতির কারবারিদের একাংশের ধারণা। তবে শুধু ‘ঘুষকাণ্ড’ নয়, ওয়াকফ বিল নিয়েও বিরোধীরা সরব হতে পারেন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৭:০০
Share: Save:

আদানি থেকে ওয়াকফ, লোকসভার অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন মুলতুবি হয়ে যাওয়ার এক দিন পর আজ আবার অধিবেশন বসবে। গত কাল ‘সংবিধান দিবস’ উপলক্ষে অধিবেশন বসেনি। তবে প্রথম দিনের মতোই আজও সংসদে তুমুল হইহট্টগোলের সম্ভাবনা রয়েছে। বিরোধীরা আদানি ‘ঘুষকাণ্ড’ নিয়ে প্রথম দিনের মতো আজও সংসদ অচল করে দিতে পারে বলে রাজনীতির কারবারিদের একাংশের ধারণা। তবে শুধু ‘ঘুষকাণ্ড’ নয়, ওয়াকফ বিল নিয়েও বিরোধীরা সরব হতে পারেন। অশান্ত মণিপুরের পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়েও নির্বাচিত প্রতিনিধিরা প্রশ্ন তুলতে পারেন। তবে উভয় কক্ষে সাংসদেরা বাধাদান করে সংসদের স্বাভাবিক কাজকর্ম যাতে পণ্ড না করেন সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছেন। আজ সংসদের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

শীতকালীন অধিবেশন, কী হবে বিধানসভায়

আজ বিধানসভায় শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব এবং কলিং অ‍্যাটেনশন পর্ব। অধিবেশনের দ্বিতীয়ার্ধে ‘সংবিধান দিবস’ নিয়ে আলোচনা। তৃণমূলের তরফে সেই সময় বিধায়কদের অধিবেশন কক্ষে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ‘সংবিধান দিবস’ নিয়ে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিজেপির তরফে বলার কথা শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পালের। তৃণমূলও দলীয় বিধয়াকদের তৈরি থাকতে বলেছে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া, কে হবেন মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কে মুখ্যমন্ত্রীর ‘কুর্সি’তে বসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন একনাথ শিন্ডে। আবার তিনি মুখ্যমন্ত্রীর ‘কুর্সি’ ফিরে পাবেন কি না, তা অবশ্য স্পষ্ট নয় এখনও। তবে শিবসেনার নেতা-কর্মী-সমর্থকেরা মুখ্যমন্ত্রীর ‘কুর্সি’তে আবার তাঁকেই চাইছেন। এই পরিস্থিতিতে বিজেপি কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তা স্পষ্ট নয়। কারণ, ভোটের ফলপ্রকাশ হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দু’জন। একনাথ এবং দেবেন্দ্র ফডণবীস। বিজেপি শিবির ফডণবীশকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে। তবে পাশাপাশি পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোতে চাইছে পদ্মশিবির। সে ক্ষেত্রে প্রথমে সম্ভাব্য মন্ত্রিসভা গঠন করা হবে। শরিক দলগুলির মধ্যে দফতর বণ্টন করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। আজ মহারষ্ট্রের সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ‘মহাজুটি’ কী পদক্ষেপ করে, নজর থাকবে সে দিকে।

বাংলাদেশে সংখ্যালঘু নেতার গ্রেফতারি ঘিরে বিতর্ক

বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা ইসকনের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে ভারতের দিকে দিকে বিক্ষোভ শুরু হয়েছে। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছে ভারত সরকারও। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক আক্রমণের ঘটনার আবহে হিন্দু সন্ন্যাসী চিন্ময়ের গ্রেফতারি এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা যথেষ্ট উদ্বেগজনক। আজ পরিস্থিতি কোন দিকে গড়ায়, নজর থাকবে সে দিকে।

রাজ্যে শীতের আমেজ কি ভেস্তে দেবে বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা বিশেষ কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।

অন্য বিষয়গুলি:

News of the Day Gautam Adani in Bribery Case Waqf Bill Winter Session Maharashtra Assembly Bangladesh Winter season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy