আসন পুনর্বিন্যাসে স্বচ্ছতার দাবি বিরোধীদের একাংশের, সংসদে চাপ বৃদ্ধি কেন্দ্রের উপর
আসন পুনর্বিন্যাস বিতর্কে কেন্দ্রের উপর ক্রমশ চাপ বৃদ্ধি করছে বিরোধীদের একাংশ। সংসদের ভিতরে এবং বাইরে সরব হয়েছেন ডিএমকে সাংসদেরা। বুধবারও সংসদের বাইরে আসন পুনর্বিন্যাসে স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের জেরে তাঁর রাজ্যে লোকসভার আসন সংখ্যা কমতে পারে। ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে বিরোধীরা আশঙ্কা করছেন। জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সাংসদসংখ্যাও বৃদ্ধি হওয়ার কথা। তা হলে হিন্দি বলয়ের রাজ্যগুলির তুলনায় দক্ষিণের রাজ্যগুলির সাংসদসংখ্যা তেমন বাড়বে না বলে মনে করছেন বিরোধীরা। ফলে হিন্দি বলয়ের শক্তিশালী দল বিজেপির লাভবান হতে পারে বলে মনে করছেন তাঁরা। বুধবার ডিএমকে সাংসদ পি উইলসন জানিয়েছেন, যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের জন্য এই আসন পুনর্বিন্যাস একটি পুরস্কার।
নেতানিয়াহুর হুঁশিয়ারির পর কি বড় হামলা হবে গাজ়ায়
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে সহজে হামাসকে ছেড়ে দেবেন না সেটা তাঁর হুঁশিয়ারিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। দু'দিন ধরে যে ধ্বংসলীলা চলেছে গাজায় তাতে প্রাণ হারিয়েছেন চার শতাধিক মানুষ। নেতানিয়াহু বলেছেন এটা নাকি সবে শুরু! আগামী দিনে বড়সড় হামলার মুখোমুখি হতে পারে গাজ়া, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। এই খবরের দিকে নজর থাকবে।
বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন
আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শেষ হচ্ছে। শেষ দিনে রাখা হয়নি প্রশ্নোত্তর পর্ব। উল্লেখ পর্বও থাকছে না। আজ শুধুমাত্র তিনটি অর্থ বিল নিয়ে আলোচনা হবে। তবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেউই অধিবেশনে থাকবেন না।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পরশু আইপিএলের ঢাকে কাঠি, ইডেনে কলকাতা-বেঙ্গালুরু লড়াই
পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। দুই দলের প্রস্তুতির সব খবর।
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও
বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমবে। বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। বেলা ১১টা নাগাদ বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ওই মামলার শুনানি হবে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি কলকাতা হাই কোর্টে আবেদন জানান। হাই কোর্টের তৃতীয় বেঞ্চে তাঁর আবেদন জামিন খারিজ হয়ে যায়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এর আগে ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছে। আজ সিবিআইয়ের মামলায় শীর্ষ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
ইউরোপের ফুটবলে নেশনস লিগের চার কোয়ার্টার ফাইনাল
ইউরোপের ফুটবলে আজ রাতে চারটি মারকাটারি ম্যাচ। উয়েফা নেশনস লিগের চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলা। মুখোমুখি নেদারল্যান্ডস-স্পেন, ইটালি-জার্মানি, ক্রোয়েশিয়া-ফ্রান্স, ডেনমার্ক-পর্তুগাল। সব ম্যাচই রাত ১:১৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।