তৃতীয় দফায় আমেরিকা থেকে ফেরত পাঠানো হবে আরও অবৈধবাসীকে
শনির পর রবিবারও আমেরিকা থেকে ভারতে পাঠানো হচ্ছে অবৈধ অভিবাসীদের। আমেরিকায় থাকা অবৈধবাসীদের নিয়ে আজ তৃতীয় একটি বিমান ভারতে পৌঁছনোর কথা। তৃতীয় বিমানটিতেও শতাধিক অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সে দেশ থেকে সব অবৈধবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারতে প্রথম দফায় অবৈধবাসীদের ফেরানো হয় গত ৫ ফেব্রুয়ারি। ১০৪ জন অবৈধবাসীকে নিয়ে আমেরিকার সামরিক বিমান পৌঁছয় অমৃতসরে। শনিবার রাতে আরও ১১৯ জন অবৈধবাসীকে নিয়ে আমেরিকার বিমান নেমেছে অমৃতসরে। এ বার তৃতীয় দফায় আরও অবৈধবাসীকে ফেরত পাঠানো হচ্ছে ভারতে।
কোন্দল থামাতে ভোটাভুটি, সিপিএমের কমিটি গঠন
গত রবিবার সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন গুটিয়ে গেলেও শেষ হয়নি। কোন্দলের জেরে বাকি থেকে গিয়েছিল আসল কাজই। সেই কমিটি গঠন এবং সম্পাদক নির্বাচন হবে আজ বারাসতে সিপিএমের জেলা দফতরে। সেখানে কমিটি নির্বাচনে ভোটাভুটি হবে। তার পর সম্পাদক নির্বাচন। এই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আরএসএস প্রধান ভাগবতের ‘একত্রীকরণ সমাবেশ’ পূর্ব বর্ধমানে
আজ বর্ধমানে তালিতের মাঠে আরএসএস প্রধান মোহন ভাগবতের ‘একত্রীকরণ সমাবেশ’ রয়েছে। এর আগে ওই সমাবেশে মাইক বাজানোর অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। পরে কলকাতা হাই কোর্ট সভার অনুমতি দেয়। এই নিয়ে পর পর তিন বার ‘একত্রীকরণ সমাবেশ’ বাংলায় করছেন ভাগবত। শুধুমাত্র স্বয়ংসেবকরাই এই সমাবেশে যোগ দেন পূর্ণ গণবেশে। অর্থাৎ খাঁকি ফুল ট্রাউজার্স, সাদা শার্ট এবং মাথায় কালো টুপি। মধ্য বঙ্গ প্রান্তের কয়েকটি বিভাগের স্বয়ংসেবকদের আজকের সমাবেশে ডাকা হয়েছে। এর আগে ২০২৩ সালের ২৩ জানুয়ারি কলকাতার শহিদ মিনারে ‘একত্রীকরণ সমাবেশ’ হয়। পরের বছর ২০২৪ সালে বারাসতের সত্যভারতী স্কুলের মাঠে হয় এই সমাবেশ। দু’টি সমাবেশেই ছিলেন সরসঙ্ঘচালক ভাগবত। আজ এই খবরে নজর থাকবে।
বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এবং আইনশৃঙ্খলা
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ছ’মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কত দিন থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সে দেশের অন্দরেই। উঠছে দ্রুত নির্বাচনের দাবি। তবে অন্তর্বর্তী সরকার চাইছে, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলি সেরে ফেলতে। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসেন ইউনূস। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা করেন বিএনপি-সহ ২৬টি রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘটনাপ্রবাহ কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
বিদায়ের আগে জাঁকিয়ে বসবে শীত! আগামী সপ্তাহে কি বৃষ্টি
ফেব্রুয়ারি মাসের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। তবে তার আগে শেষ বারের মতো ঠান্ডা জাঁকিয়ে পড়তে চাইছে। শুক্রবারের পর শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। জেলায় জেলায় তাপমাত্রা অনেকটা কমেছে। আগামী সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।