Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Beaten to death

কাঠ চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে খুন তামিলনাড়ুতে

কারখানায় বিভিন্ন রাজ্যের কর্মীরা কাজ করেন। কয়েক জন কর্মীর দাবি, শনিবার সকালে এক যুবককে গুদাম থেকে কাঠ চুরি করতে দেখেন। তার পরই তাঁর দেহ উদ্ধার হয়।

যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। প্রতীকী ছবি।
সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:১১
Share: Save:

কাঠচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তামিলনাড়ুর ত্রিচিতে। শনিবার হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ত্রিচি-মাদুরাই জাতীয় সড়কের পাশে একটি কাঠ চেরাই কল রয়েছে। সেখানে দামি দামি কাঠ আমদানি করে আনা হয়। সেই কাঠ দিয়ে আসবাবও তৈরি করা হয় এই কারখানায়। নাইজেরিয়া এবং মায়ানমার থেকে উচ্চ গুণমানের কাঠ মজুত করে রাখা হয় কারখানার পাশের একটি গুদামে।

কারখানায় বিভিন্ন রাজ্যের কর্মীরা কাজ করেন। কয়েক জন কর্মীর দাবি, শনিবার সকালে এক যুবককে গুদাম থেকে কাঠ চুরি করতে দেখেন। তার পরই তাঁর দেহ উদ্ধার হয়। যদিও যুবককে কারা পিটিয়ে খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কারখানার কর্মীরাই যুবককে চোর সন্দেহে ধরার পর পিটিয়ে খুন করেছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে খবর আসে করাত কলে ডাকাতি হয়েছে। সেই খবর পেয়ে পুলিশ ওই করাত কলে ঢুকতেই দেখে, কারখানার একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক পড়ে রয়েছে। হাঁটু মোড়া। হাত পিছমোড়া করে বাঁধা।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম চক্রবর্তী। তাঁর গলায়, হাতে হাঁটুতে এবং যৌনাঙ্গে আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে। করাত কলের মালিক এবং দুই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Beaten to death Tamilnadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE