উদ্ধার হওয়া ১২ ফুটের সেই শঙ্খচূড়। ছবি সৌজন্য টুইটার।
সাপে ভয় পান না এমন মানুষ খুব কমই আছেন। তা সে বিষধরই হোক বা নির্বিষ। তবে কখনও যদি শঙ্খচূড়ের মুখোমুখি হন, তাও আবার ১২ ফুটের, তা হলে কী অবস্থা হতে পারে সেটা সহজেই অনুমেয়।
সম্প্রতি তামিলনাড়ুর এক ব্যবসায়ী শ্রীধর ভেম্বু একটি ছবি নেটমাধ্যমে ছেড়েছেন। সেখানে দেখা যাচ্ছে ঝোপ থেকে মুখ বাড়িয়ে আছে একটা শঙ্খচূড়। শ্রীধর জানিয়েছেন, ঘর থেকে বেরোতেই আচমকা বিশালাকায় সরীসৃপটির মুখোমুখি হন। এ যেন ঠিক হঠাৎ ‘অতিথি’ সাক্ষাতের মতো।
১২ ফুট দৈর্ঘ্যের এই সাপটির মুখোমুখি হয়ে যেন শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে এসেছিল তাঁর। কিন্তু একই সঙ্গে এই সরীসৃপের দেখা মেলায় তিনি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন শ্রীধর। টুইটে তিনি লেখেন, ‘শুভ দিন। ১২ ফুটের বিশাল এক শঙ্খচূড় আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। বন দফতরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। কাছেই পাহাড়ি জঙ্গলে সাপটিকে ছেড়ে দিয়ে এসেছেন তাঁরা।’
A rare 12 feet long King Cobra paid us a visit. Our awesome local forest rangers arrived and caught it for release in the nearby hills. Here is the brave me attempting to touch it
— Sridhar Vembu (@svembu) September 21, 2021
A very auspicious day! pic.twitter.com/ipf5ss7sU5
সাপের সঙ্গে ছবিও তুলেছেন শ্রীধর। এ প্রসঙ্গে বলেছেন, ‘সাপটিকে ছোঁয়ার সাহস দেখিয়েছি।’ এর পরই শ্রীধর জানিয়েছেন, এটা ভেবেই ভলা লাগছে যে এই এলাকায় শঙ্খচূড়ের অস্তিত্ব মিলেছে। সুস্থ পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে শ্রীধর বলেন, ‘যদি বাস্তুতন্ত্রকে ভাল ভাবে রক্ষা করতে পারি, এ রকম সুন্দর প্রাণীদের আমরা চিরতরে হারাব না।’ হঠাৎ বিশালাকায় সাপের মুখোমুখি হওয়াটা তিনি খুব উপভোগ করেছেন বলেই দাবি শ্রীধরের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy