‘রাশি বেওয়াফা হ্যায়’। ২০ টাকার নোটের উপর ইংরেজি হরফে লেখা এই কয়েকটি হিন্দি শব্দ নিয়ে তোলপাড় নেটদুনিয়া।
দু’দিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গিয়েছে। তার পরই ২০ টাকার নোটে একটি লেখা নিয়ে নেটাগরিকদের কৌতূহলের অন্ত নেই। নেটমাধ্যম জুড়ে এখন একটাই প্রশ্ন, ‘এই রাশি আবার কে?’ টুইটারে এই লেখা নিয়ে নানা রকম মিমের পাশাপাশি বেশ ট্রেন্ডও হয়েছে।
Ye Rashi Kon Hai , Sonam ki behen hai kya ? pic.twitter.com/3FnPjjEdAI
— Palash Bhattacharya(@PBfile) February 14, 2022
আরও পড়ুন:
এই লেখাই স্মৃতি উস্কে দিচ্ছে ২০১৬-য় এমনই একটি ভাইরাল হওয়া লেখা। তখনও টাকার উপর লেখা ছিল ‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’। কিন্তু সেই সোনম কে ছিলেন? তখন তাঁকে নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। কিন্তু সেই সোনমের রহস্য আড়ালেই থেকে গিয়েছে।
সোনমের পর এ বার নতুন চরিত্র রাশি। এখন তাঁকে নিয়েই কাঁটাছেড়া চলছে। রসিকতা করে কেউ বলেছেন, এই রাশি কি সোনমের বোন? এখন নেটমাধ্যমে রাশিই যেন হটকেক। তাঁকে নিয়ে মিমের বন্যা বইছে।