ঠিকাদারের (বাঁ দিকে) হাতে উপহার তুলে দিচ্ছেন ব্যবসায়ী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেলেছিলেন। তার পুরস্কারও হাতেনাতে পেলেন এক ঠিকাদার। পঞ্জাবের ব্যবসায়ী উপহার হিসাবে ঠিকাদারকে এক কোটি টাকার হাতঘড়ি উপহার দিলেন।
৯ একর জমির উপর একটি সুদৃশ্য ভবন বানানোর ভার দেওয়া হয়েছিল রাজেন্দ্র সিংহ রূপরা নামে এক ঠিকাদারকে। পঞ্জাবের ব্যবসায়ী গুরদীপ দেব বাথ এই দায়িত্ব দিয়েছিলেন রূপরাকে। ঠিকাদারকে সময়ও বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ী। কিন্তু সেই সময় পার হওয়ার আগেই ব্যবসায়ীর পছন্দের সেই ভবন বানিয়ে ফেলেন ঠিকাদার।
জানা গিয়েছে, দু’বছর ধরে ওই সুদৃশ্য ভবনের কাজ করেন ঠিকাদার। তার জন্য ২০০ শ্রমিককে কাজে নিয়োগ করেছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পরই কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান ঠিকাদার রূপরা। দীপাবলির ঠিক আগেই সেই ভবন নির্মাণের কাজ শেষ করে হতবাক করে দেন ব্যবসায়ীকে। তাঁর বেঁধে দেওয়া সময়ে এই কাজ শেষ করার পুরস্কারও দেন ব্যবসায়ী। সোনাখচিত এক কোটি টাকার হাতঘড়ি উপহার দেন ঠিকাদারকে।
ব্যবসায়ী বলেন, ‘‘এটি শুধুমাত্র একটি বাড়ি নয়। এই ভবনটি আমার কাছে তার থেকেও বেশি কিছু। যে ভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করেছেন ঠিকাদার, তা সত্যিই আশা করিনি। এর জন্য ওঁর পুরস্কার পাওয়া উচিত।’’ তার পরই ঠিকাদারকে ডেকে তাঁর হাতে কোটি টাকার একটি ঘড়ি তুলে দেন। ঠিকাদার জানিয়েছেন, এই কাজ তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল। এই ধরনের নির্মাণকাজ খুব একটা সহজ বিষয় নয়। শ্রমিকেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কাজ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy