উজ়বেকিস্তানে মৃত্যু হল মেঘালয়ের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দফতরের প্রধান সচিব সৈয়দ মহম্মদ এ রাজ়ির। উজ়বেকিস্তানের বুখারা শহরে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মধ্য এশিয়ার ওই দেশে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন ওই আমলা। গত ৪ এপ্রিল থেকে বুখারায় ছিলেন রাজ়ি। মঙ্গলবার আধিকারিক সূত্রে জানা যাচ্ছে , ওই শহরের একটি হোটেলে তাঁর দেহ পাওয়া গিয়েছে।
রাজ়ি ‘ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাফিক সার্ভিস’ (আইআরটিএস)-এর আধিকারিক ছিলেন। ২০২১ সাল থেকে মণিপুরে কর্তব্যরত ছিলেন ওই আমলা। পিটিআই জানিয়েছে, সোমবার সকাল থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ ক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেলের কর্মীরা তাঁর ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। ওই সময় ঘরের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন হোটেলকর্মীরা। কী ভাবে তাঁর মৃত্যু হল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেঘালয়ের ওই আমলার। রাজ়ির মৃত্যুর খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে মেঘালয় সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, আমলার স্ত্রী ইতিমধ্যে বুখারার উদ্দেশে রওনা দিয়েছেন।
আরও পড়ুন:
আমলার মৃত্যুর পরে সমাজমাধ্যমে সাংমা লিখেছেন, রাজ়ির অকালমৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। মেঘালয়ের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, প্রতিটি বিভাগেই কাজের প্রতি রাজ়ির অটল নিষ্ঠা ছিল। রাজ়ির অবিশ্বাস্য দক্ষতা অন্যদেরও অনুপ্রাণিত করত। সাংমা লেখেন, “তাঁর (রাজ়ির) সহকর্মীরা তাঁকে ভীষণ ভালবাসতেন এবং শ্রদ্ধা করতেন।”