সাইবার অপরাধের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাঁচির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেসরা-র ৭০ বছরের এক অনুষ্ঠানের উদ্বোধনে এসে শনিবার তিনি তাঁর উদ্বেগের কথা প্রকাশ করলেন । তিনি বলেন, ‘‘প্রযুক্তি যেমন মানুষকে উন্নততর জীবন দিচ্ছে, সে রকমই প্রযুক্তির অপব্যবহার মানুষকে ক্ষতির সামনেও দাঁড় করিয়ে দিচ্ছে। এর জন্য দরকার সর্বস্তরের জনসচেতনতা। গ্রামের মানুষেরাও এর দ্বারা প্রভাবিত হচ্ছেন। তাঁদের মধ্যেও এই সচেতনতা ছড়িয়ে দেওয়া দরকার।"
রাষ্ট্রপতি মনে করেন, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেসরা মহাকাশ এবং রকেট বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। একই সঙ্গে রাষ্ট্রপতি কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্সের উপর জোর দেন। তিনি বলেন, "কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্স আধুনিক প্রযুক্তির সব ক্ষেত্রেই দরকার। এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। এটা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এই বিষয়ে পড়াশোনা করার সুযোগ যেন শুধু কিছু মানুষের কুক্ষিগত না থাকে, যেন সর্বস্তরের মানুষ এই নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়, সেটা দেখতে হবে।" তিনি জানান, কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্স পড়ার সুযোগ যেন মেয়েরাও পায়, সেই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসতে হবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)