এক ফরাসি মহিলাকে ‘মোক্ষলাভ’-এর টোপ দিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ ভ্রমণ সহায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবন্নমালাই জেলায়। ফরাসি মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই ভ্রমণ সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ।
৪৬ বছর বয়সি ওই মহিলা গত জানুয়ারিতে ফ্রান্স থেকে তামিলনাড়ুতে আসেন। তিরুবন্নমালাই জেলায় বেসরকারি মালিকানাধীন এক আশ্রমে ওঠেন তিনি। মহিলার অভিযোগ সম্প্রতি এক ভ্রমণ সহায়কের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ওই ভ্রমণ সহায়ক তাঁকে মোক্ষলাভের প্রলোভন দেখান বলে অভিযোগ। সেই মতো ওই ভ্রমণ সহায়ক-সহ আরও কয়েক জনের সঙ্গে ২৬৬৮ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি। মহিলার বক্তব্য, পাহাড়ের চূড়ায় ধ্যান করার জন্য একটি গুহার মধ্যে তিনি প্রবেশ করেন। অভিযোগ, সেই সময়েই ভ্রমণ সহায়ক তাঁকে যৌন হেনস্থা করেন। কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি এবং থানায় অভিযোগ দায়ের করেন।
বিদেশিনীর অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। পুলিশি অভিযানে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভ্রমণ সহায়ককে। পুলিশ জানিয়েছে, ওই ফরাসি মহিলা বর্তমানে তিরুবন্নমালাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধৃত ভ্রমণ সহায়ককে জেরা করে এই মামলায় আরও বিশদে তদন্ত চালানো হচ্ছে।
আরও পড়ুন:
সম্প্রতি দিল্লির মহীপালপুর এলাকায় এক হোটেলে এক ব্রিটিশ মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। মহিলার দাবি, অভিযুক্তের সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয়েছিল তাঁর। পরে সাহায্য চাইতে গেলে হোটেলের লিফ্টে অপর এক ব্যক্তিও তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। ওই ঘটনাতেও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।