Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
বিচ্ছেদ মামলায় রায় হাই কোর্টের
Delhi High Court

‘ছবি আসল কি না প্রমাণ করতে হবে ডিপফেক-যুগে’

আবেদনকারীর আইনজীবী জানান, বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়েছিল। কিন্তু রায় দেওয়ার সময়ে নিম্ন আদালত বিষয়টিকে অগ্রাহ্য করেছে। সে ক্ষেত্রে আবেদনকারীর উচিত নিম্ন আদালতে পুনর্বিবেচনার জন্য আর্জি পেশ করা।’’

Representative Image

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ০৭:৫৪
Share: Save:

স্ত্রী বা স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রমাণ হিসেবে পেশ করা ছবি আসল কি না তা আগে নিম্ন আদালতে প্রমাণ করতে হবে বলে জানাল দিল্লি হাই কোর্ট। হাই কোর্টের মতে, ডিপফেক প্রযুক্তির যুগে এ ছাড়া পথ নেই।

এক স্থপতির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় সময়ে স্ত্রী ও নাবালক কন্যার জন্য খোরপোষ হিসেবে মাসে ৭৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন স্বামী। তাঁর তরফে জানানো হয়, স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত। প্রমাণ হিসেবে কয়েকটি ছবি পেশ করেন তিনি। কিন্তু সেগুলিকে প্রমাণ হিসেবে মানতে রাজি হয়নি বিচারপতি রাজীব শাকধের ও বিচারপতি অমিত বনশলের বেঞ্চ। বিচারপতিরা বলেন, ‘‘আমরা ছবিগুলি দেখেছি। আবেদনকারীর স্ত্রীকেই ওই ছবিতে দেখা যাচ্ছে কি না তা স্পষ্ট নয়। আমরা ডিপফেকের যুগে বাস করি। তাই এ ক্ষেত্রে নিম্ন আদালতে বিচারের সময়ে ওই ছবি পেশ করে প্রমাণ করতে হবে তা আসল।’’ বিচারপতিরা বলেন, ‘‘নিম্ন আদালতে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে এমন কোনও প্রমাণ নেই। কিন্তু এই আদালতে জোরের সঙ্গে সেই প্রসঙ্গে জোরদার সওয়াল হয়েছে। নিম্ন আদালতের রায়ে এই প্রসঙ্গের কোনও উল্লেখ নেই।’’

আবেদনকারীর আইনজীবী জানান, বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়েছিল। কিন্তু রায় দেওয়ার সময়ে নিম্ন আদালত বিষয়টিকে অগ্রাহ্য করেছে। সে ক্ষেত্রে আবেদনকারীর উচিত নিম্ন আদালতে পুনর্বিবেচনার জন্য আর্জি পেশ করা।’’


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi High Court Extra Marital Affair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE