ওয়াকফ বিল আনার পিছনে সরকারের প্রকৃত মনোবাসনা কী তা আজ জানতে চেয়ে সরব হলেন বিরোধী সাংসদেরা। আজ বিকেলে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) দ্বিতীয় বৈঠকে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, এই যুক্তিতে পাঁচ মিনিটের জন্য ওই বৈঠক থেকে বেরিয়ে যান একাধিক বিরোধী সাংসদ। তাঁদের দাবি, বিলটি সঠিক ভাবে তৈরি করা হয়নি। তাই তা নিয়ে বিরোধীদের জবাব দিতে পারছে না শাসক শিবির। সে জন্য মুখ বন্ধ রাখার প্রচেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত তৃণমূলের সাংসদ নাদিমুল হক ওয়াকফ বোর্ডের সঙ্গে যুক্ত সব পক্ষকে জেপিসি-র সামনে বক্তব্য পেশের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর মতে, তবেই প্রকৃত চিত্রটি বুঝতে পারবে সরকার।