স্টুডিয়ো তৈরি করে মডেল ভাড়া করে এনে চলত পর্ন ভিডিয়োর শুটিং। তার পর সেই ভিডিয়ো বিক্রি করতেন অনলাইনে। শুধু তা-ই নয়, বিদেশেও পাচার করা হত সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো বিক্রি করে কোটি কোটি টাকা আয় করতেন। যৌনচক্র চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে ১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন উজ্জ্বল কিশোর এবং তাঁর স্ত্রী নীলু শ্রীবাস্তব। পাঁচ বছর ধরে তাঁরা যৌনচক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, এই চক্র চালানোর জন্য বিদেশ থেকেও টাকা আসত বলে জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, মূলত সমাজমাধ্যম থেকে মডেলদের বাছা হত। মোটা অঙ্কের টাকা দিয়ে সেই সব মডেলকে দিয়ে পর্ন ভিডিয়ো শুটিং করাতেন ওই দম্পতি। তার পর সেই ভিডিয়ো সাইপ্রাসের একটি সংস্থায় কোটি কোটি টাকার বিনিময়ে চালান করা হত।
আরও পড়ুন:
সাইপ্রাসের ওই সংস্থাটি পর্ন ওয়েবসাইট চালায় বলে জানতে পেরেছে পুলিশ। অভিযোগ, বিদেশ থেকে আসা টাকা সাইপ্রাসের ওই সংস্থায় বিনিয়োগ করতেন দম্পতি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। দম্পতিকে গ্রেফতার করে তারা। পুলিশ সূত্রে খবর, উজ্জ্বলের ঘর থেকে পর্ন সংক্রান্ত নথি এবং শুটিংয়ের সরঞ্জাম উদ্ধার হয়েছে। মূলত দিল্লি-এনসিআর অঞ্চলের তরুণী, যুবতী এবং মহিলাদের মোটা টাকার লোভ দেখিয়ে আনা হত নয়ডার বাড়িতে। সেখানে অডিশন নেওয়া হত। তার পর পর্ন ভিডিয়োর শুটিংয়ের প্রস্তাব দেওয়া হত। যাঁরা রাজি হতেন তাঁদের মাসে ১-২ লক্ষ টাকা বেতনও দেওয়া হত বলে জানতে পেরেছে পুলিশ।
বিদেশে লেনদেনের বিষয়টি নজরে আসে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)-এর । তারাও তদন্তে নামে। ইডি সূত্রে খবর, একটি পর্ন ওয়েবসাইট চালাতেন ওই দম্পতি। বিদেশে কোটি কোটি টাকা লেনদেনের হদিস পেয়েছেন তদন্তকারীরা। দম্পতির ঘর থেকে ১৫ কোটি ৬৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।