সিনেমা দেখতে গিয়ে কেঁদে ফেললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কাঁদতে কাঁদতেই প্রেক্ষাগৃহ থেকে বেরলেন তিনি। সোমবার সন্ধ্যায় ‘৭৭৭ চার্লি’ দেখতে গিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সেই সিনেমা দেখে রীতিমতো কেঁদে ভাসালেন তিনি। সিনেমা দেখে নিজের পোষ্য ‘সানি’র কথা মনে পড়েছে তাঁর। তাই চোখের জল বাগ মানেনি বলে জানালেন বাসবরাজ। তাঁর কথায়, ‘‘কুকুর নিয়ে অনেক সিনেমা হয়েছে। কিন্তু এই সিনেমার মতো আবেগপূর্ণ এবং পশুপ্রেমের সিনেমা আর আগে একটিও দেখিনি।’’
বাসবরাজের আরও সংযোজন, ‘‘চোখ দিয়ে নিজের আবেগের বহিঃপ্রকাশ করে কুকুর। ‘৭৭৭ চার্লি’ খুব ভাল সিনেমা এবং সবার দেখা উচিত। আসলে কুকুরই নিঃশর্ত ভালবাসতে জানে।’’
ಇಂದು ನಮ್ಮ ಮನೆಯ ಮುದ್ದಿನ ನಾಯಿ "ಸನ್ನಿ" ವಯೋಸಹಜ ದಿಂದ ಸಾವನ್ನಪ್ಪಿದ್ದು ತೀವ್ರ ದುಃಖ ತಂದಿದ್ದು ಕುಟುಂಬದ ಓರ್ವ ಸದಸ್ಯನನ್ನು ಕಳೆದುಕೊಂಡಂತಾಗಿದೆ. ಮನೆಯ ಹಾಗೂ ಮನೆಗೆ ಬರುವ ಎಲ್ಲರೊಂದಿಗೆ ಅತ್ಯಂತ ಪ್ರೀತಿಯಿಂದ ಬೆರೆಯುತ್ತಿತ್ತು.
— Basavaraj S Bommai (@BSBommai) July 12, 2021
ಓಂ ಶಾಂತಿಃ... pic.twitter.com/PszIOoMsTO
কন্নড় সিনেমা ‘৭৭৭ চার্লি’ সিনেমার গল্প একটি কুকুরকে নিয়ে। কিরণরাজ কে পরিচালিত এই সিনেমার কাহিনি এগোয়, কী ভাবে এক জন নিঃসঙ্গ মানুষের জীবন তাঁর পোষ্য বদলে দেয়, তা নিয়ে। রক্ষিত শেট্টি অভিনীত এই সিনেমা ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে।
কর্নাটকের মুখ্যমন্ত্রীর সারমেয় মারা যায় ২০২১ সালের জুলাই মাসে। সে দিন বন্ধুদের নিয়ে প্রিয় পোষ্যকে সমাধিস্থ করে আবেগতাড়িত হয়ে টুইট করেছিলেন তিনি। ‘৭৭৭ চার্লি’ দেখে প্রিয় পোষ্যের কথা মনে করে কষ্ট পেলেন মুখ্যমন্ত্রী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।