Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাখলেন ‘পারিবারিক কেন্দ্র’ গন্ডেরবাল, ইস্তফা বদগাঁওয়ের বিধায়ক পদে

ওমর ২০০৯-১৪ ‘পূর্ণাঙ্গ রাজ্য’ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র ৩৭০ ধারা বাতিলের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে জম্মু ও কাশ্মীরকে।

ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লা। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ২০:৩৭
Share
Save

জম্মু ও কাশ্মীরের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে শ্রীনগরের দু’টি আসন থেকে জয়ী হয়েছিলে তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে ন্যাশনাল কনফারেন্সের (এনসি) তার মধ্যে বদগাঁও আসনের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। রাখলেন ‘পারিবারিক কেন্দ্র’ হিসাবে পরিচিত গন্ডেরবাল। সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রোটেম স্পিকার মুবারক গুল এ কথা জানিয়েছেন।

এ বারের বিধানসভা ভোটে এনসি প্রার্থী ওমর বদগাঁও কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপল্‌স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র প্রার্থী আগা সৈয়দ মুনতাজ়ির মেহদিকে প্রায় সাড়ে ১৮ হাজার ভোটে হারিয়েছেন। গন্ডেরবালে প্রধান প্রতিদ্বন্দ্বী পিডিপির বশির আহমেদ মিরের সঙ্গে তাঁর জয়ের ব্যবধান সাড়ে ১০ হাজারেরও বেশি। ২০০৯ এবং ২০১৪ সালের বিধানসভা ভোটেও গন্ডেরবাল আসনে জয়ী হয়েছিলেন ওমর। তাঁর পিতা ফারুক আবদুল্লা এবং পিতামহ শেখ আবদুল্লা ওই আসন থেকে জিতেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন।

ওমর এর আগে ২০০৯-১৪ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে জম্মু ও কাশ্মীর সে সময় পূর্ণাঙ্গ রাজ্য ছিল। প্রসঙ্গত, এক দশক পরে আবার বিধানসভা ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে। আর তাতে ক্ষমতা ফের চলে এসেছে আবদুল্লা পরিবারের হাতে। ৯০ আসনের বিধানসভায় ফারুক-ওমরের দল এনসি জিতেছে ৪২টিতে। সহযোগী কংগ্রেস ছয় এবং সিপিএম একটিতে। অন্য দিকে, বিজেপি ২৯, পিডিপি তিনটি আসনে জিতেছে। প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা সাজ্জাদ লোনের পিপল্‌স কনফারেন্স এবং আম আদমি পার্টি (আপ) একটি করে আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা সাতটিতে জিতেছেন। ইতিমধ্যেই বেশ কয়েক জন নির্দল প্রার্থী শাসক জোটে শামিল হয়েছেন। জম্মুর ছাম্বের নির্দল বিধায়ক সতীশ শর্মা গত ১৬ অক্টোবর মন্ত্রী হিসাবে শপথও নিয়েছেন।

Jammu and Kashmir Assembly Election 2024 Jammu and Kashmir Omar Abdullah National Conference

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।