নয়াদিল্লি, ১৭ এপ্রিল: কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্যের তীব্র সমালোচনা করল ভারত। কাশ্মীরকে মানবদেহের অন্যতম শিরা ‘জুগুলার ভেন’-এর সঙ্গে তুলনা করে পাকিস্তানের কাছে তার গুরুত্বকে বোঝাতে চেয়েছিলেন মুনির। এই বিষয় নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বলেন, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের একমাত্র সম্পর্ক হচ্ছে, অবৈধ ভাবে তাদের দখল করা এলাকা থেকে সরে যাওয়া।
বুধবার প্রবাসী পাকিস্তানিদের একটি অনুষ্ঠানে মুনির বলেছিলেন, ‘‘আপনারা পাকিস্তানের কথা আপনাদের সন্তানদের সামনে তুলে ধরবেন। আমাদের পূর্বপুরুষেরা ভাবতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, রীতিনীতি, ঐতিহ্য, ভাবনা কিংবা আকাঙ্ক্ষার সবটাই আলাদা।’’ পাক সেনাপ্রধানের কথায়, ‘‘আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন, হিন্দু আর মুসলিম দু’টি আলাদা জাতি। তার ভিত্তিতেই পাকিস্তানের জন্ম। পাকিস্তানের কাহিনি আমরা যেন কখনও ভুলে না যাই।’’
প্রবাসী পাকিস্তানিদের ওই অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতেই মুনির কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন। তাঁর মন্তব্য, ‘‘কাশ্মীরের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ শিরা ‘জুগুলার ভেন’-এর মতো (যা মস্তিষ্ক, ঘাড়, মুখের একাংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিন্ডে পৌঁছে দেয়)। কাশ্মীরকে আমরা কখনওই ভুলতে পারি না। কাশ্মীরি ভাইদের নায়কোচিত লড়াই থেকে আমরা নিজেদের সরিয়ে রাখব না।’’ মুনির বুঝিয়ে দেন, ভারতের সঙ্গে সংঘাতের মূল বিষয হিসেবে এখনও সেই কাশ্মীর প্রসঙ্গকেই আঁকড়ে ধরতে চায় পাকিস্তান। এই বিষয় নিয়ে কট্টর অবস্থান থেকে সরে আসতে রাজি নয় তারা।
পাক সেনাপ্রধানের এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। রণধীর জয়সওয়াল আজ বলেন, ‘‘বাইরের কোনও জিনিসের সঙ্গে কী ভাবে ‘জুগুলার ভেন’-এর তুলনা চলতে পারে? কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের একমাত্র সম্পর্ক হল, অবৈধ ভাবে দখল করা এলাকা থেকে তাদের সরে যাওয়া।’’ অর্থাৎ, পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের সরে যাওয়ার দাবি নিয়ে আজ ফের সরব হয়েছে ভারত।
সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)