প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। — প্রতীকী ছবি।
কর্নাটকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের কাজে ব্যবহার করা বিমান কিরণ। নিয়মিত প্রশিক্ষণের কাজ চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বায়ুসেনা। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বায়ুসেনা বিবৃতিতে জানিয়েছে, ‘‘কর্নাটকের চমরাজনগরের কাছে প্রশিক্ষণের কাজে ব্যবহার হওয়া একটি কিরণ বিমান ভেঙে পড়েছে। বিমানটি প্রশিক্ষণের কাজেই ব্যবহার হচ্ছিল। দুই চালকই নিরাপদে রয়েছেন। কেন এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত করা হবে।’’
A Kiran trainer aircraft of the IAF crashed near Chamrajnagar, Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident.
— Indian Air Force (@IAF_MCC) June 1, 2023
গত মাসে রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়ে বায়ুসেনার একটি মিগ ২১ যুদ্ধবিমান। তাতে তিন জনের মৃত্যু হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy