মেয়েকে ফিরে পেতে ব্যাকুল শাহ পরিবার। ছবি: সংগৃহীত।
সাত মাস বয়স থেকে জার্মানির হোমে রয়েছে ছোট্ট আরিহা শাহ। তাকে ফিরে পেতে গত ৩ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাবা-মা ভবেশ এবং ধারা শাহ। সেই প্রসঙ্গে সম্প্রতি ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি বলেছেন, বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে এবং নিবিড় ভাবে দেখা হচ্ছে। এ নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর সাম্প্রতিক জার্মান সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি গভীর ভাবে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন জার্মান চ্যান্সেলর।
২০১৮ সালে গুজরাত থেকে জার্মানিতে যান ভবেশ শাহ। ২০২১ সালে বার্লিনে জন্ম ধারা ও ভবেশের কন্যা আরিহার। সাত মাস বয়সে আহত আরিহাকে নিয়ে একটি হাসপাতালে দেখাতে গেলে চিকিৎসকেরা জানান, আরিহার উপরে যৌন নির্যাতন চালানো হয়েছে বলে তাঁরা আশঙ্কা করছেন। এর পর আরিহাকে তার বাবা-মায়ের থেকে নিয়ে একটি হোমে রাখা হয়। ভবেশ ও ধারার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ভবেশ ও ধারার পাল্টা দাবি, ওই ঘটনার কিছু দিন আগে আরিহার ঠাকুমা বার্লিনে এসেছিলেন। ঘটনার দিন শিশুর সঙ্গে খেলছিলেন তিনি। আচমকা দুর্ঘটনাবশত আরিহার যৌনাঙ্গে আঘাত লাগে। তাই তাঁরা মেয়েকে হাসপাতালে নিয়ে যান।
তিন বছরেও নিষ্পত্তি হয়নি বিষয়টির। আরিহা বড় হচ্ছে বাবা-মা, সংস্কৃতি, পরিচিত মুখ ছাড়াই, জার্মানির এক হোমে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy