Advertisement
E-Paper

নিহত ৪০০-র বেশি! গাজ়া নিয়ে উদ্বিগ্ন ভারত, ইজ়রায়েলি হামলার পর বিবৃতি বিদেশ মন্ত্রকের

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে মঙ্গলবার থেকে গাজ়ায় নতুন করে হামলা শুরু করেছে ইজ়রায়েল। তাতে ৪০০-র বেশি মানুষ মারা গিয়েছেন বলে দাবি। ভারত তা নিয়ে উদ্বেগপ্রকাশ করল।

ইজ়রায়েলি হামলার পর গাজ়ার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক।

ইজ়রায়েলি হামলার পর গাজ়ার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:৫৩
Share
Save

ইজ়রায়েলের হামলায় গাজ়ায় ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি নিয়ে এ বার উদ্বেগপ্রকাশ করল ভারত। বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। গাজ়ায় এই কঠিন সময়ে মানবিক সহায়তা বহাল রাখার পক্ষেও সওয়াল করেছে নয়াদিল্লি।

বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরকারের বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, ‘‘আমরা গাজ়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকল পণবন্দিকে মুক্তি দেওয়া খুব জরুরি। গাজ়ার মানুষদের জন্য যাতে মানবিক সাহায্য চালিয়ে যাওয়া হয়, আমরা তার দাবি জানাচ্ছি।’’

২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ চলছে। সম্প্রতি শর্তসাপেক্ষে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু আচমকা তার শর্ত লঙ্ঘন করে গাজ়ায় আবার হামলা শুরু করেছে ইজ়রায়েল। রমজ়ান মাস চলাকালীনই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে গোলাবর্ষণ। গাজ়ায় হামাস পরিচালিত স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইজ়রায়েলি হামলায় ৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বহু মহিলা এবং শিশু রয়েছেন। অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত বদলাতে চেয়েছিল ইজ়রায়েল। কিন্তু হামাস সেই দাবি নাকচ করে দেয়। তার পরেই শর্ত ভেঙে এই হামলা।

ইজ়রায়েলের এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, হামলার আগে তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছিলেন নেতানিয়াহু। তাদের মতামত নিয়েই হামলা শুরু হয়েছে। পরে নেতানিয়াহু হামলার ঝাঁঝ আরও বৃদ্ধি করার হুঁশিয়ারি দিয়েছেন। একটি অনুষ্ঠানে গিয়ে গাজ়ায় হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই তো সবে শুরু। গত ২৪ ঘণ্টায় হামাস বুঝতে পেরেছে, আমাদের বাহিনী কতটা ওজনদার। লক্ষ্যপূরণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’’ নেতানিয়াহু জানান, সকল পণবন্দিকে মুক্ত না-করা পর্যন্ত এবং হামাসকে নির্মূল না-করা পর্যন্ত যুদ্ধ চলবে। পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রথম থেকেই শান্তির পক্ষে কথা বলে এসেছে ভারত। গাজ়ায় এর আগে তারা মানবিক সাহায্যও পাঠিয়েছিল। অনেকের মতে, আমেরিকার সমর্থনে গাজ়ায় ইজ়রায়েলের হামলার মাঝে সেখানকার পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগপ্রকাশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

gaza Israel Hamas War West Asia Benjamin Netanyahu S jaishankar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy