অতিথিশালায় আসা মহিলাদের স্নানের ছবি এবং ভিডিয়ো তোলার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের অযোধ্যায়। অভিযোগ উঠেছে অতিথিশালারই এক কর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সৌরভ। তিনি বহরাইচের বাসিন্দা। কাজ করেন অযোধ্যার একটি অতিথিশালায়। অযোধ্যা এলে অনেক পুণ্যার্থী ওই অতিথিশালায় ওঠেন। ফলে বছরভর অতিথিশালায় পুণ্যার্থীদের আনাগোনা লেগেই থাকে। ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার। এক মহিলা পুণ্যার্থীর অভিযোগ, তিনি যখন স্নান করছিলেন, তখন একটি ছায়া দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি উপরের দিকে তাকাতেই এক ব্যক্তিকে ছবি তুলতে দেখেন। অভিযোগ, ওই ব্যক্তি বাথরুমের টিনের চালার ফাঁক দিয়ে ছবি তুলছিলেন।
আচমকা এই দৃশ্য দেখে ওই পুণ্যার্থী চিৎকার শুরু করে দেন। তাঁর চিৎকারে অতিথিশালার বাকি লোকজন বেরিয়ে আসেন। বাথরুম থেকে বেরিয়ে মহিলা গোটা ঘটনাটি জানান। তার পরই গেস্ট হাউসের অন্য পুণ্যার্থীরা অভিযুক্তকে ধরে রামজন্মভূমি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর মোবাইল থেকে মহিলাদের স্নান করার ১০টি ভিডিয়ো পাওয়া গিয়েছে। এ ছাড়াও বহু অশ্লীল ছবি এবং ভিডিয়ো উদ্ধার হয়েছে। রামমন্দিরের ৩ নম্বর গেট থেকে ৫০ মিটার দূরে ওই অতিথিশালা। বারাণসী থেকে অযোধ্যা বেড়াতে এসেছিলেন অভিযোগকারিণী। তাঁর সঙ্গে আরও চার জন ছিলেন। বৃহস্পতিবার তাঁরা সকলেই ওই অতিথিশালায় ওঠেন।