চিতাবাঘের আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের এক নাবালিকার। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে মন্দির যাচ্ছিল অদিতি নামের ওই নাবালিকা। সেই সময়ই একটি চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে ওই নাবালিকা। চিতাবাঘকে দেখে চিৎকার জুড়ে দেন ওই নাবালিকা এবং তার মা। তার পরই ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসী। এর পরই পালিয়ে যায় চিতাবাঘটি। এমনটাই জানিয়েছেন সার্কেল অফিসার সংগ্রাম সিংহ।
আরও পড়ুন:
গুরুতর জখম অবস্থায় নাবালিকাকে তড়িঘড়ি একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছোটা কিরাটপুর গ্রামের বাসিন্দা ছিল ওই নাবালিকা। চিতাবাঘের আক্রমণে প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।