ফাইল ছবি।
তাজমহল চত্বরের শাহি মসজিদে নমাজ পড়ার অভিযোগে বুধবার চার পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা বাধানোয় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে তরজা।
তাজমহলের ইন্তেজামিয়া কমিটির প্রধান ইব্রাহিম জাইদি বলেন, ‘‘আগে তাজমহলে মানুষ নমাজ পড়তে পারতেন। কিন্তু এখন এএসআই কেবলমাত্র শুক্রবার নমাজ পড়ার অনুমতি দেয়।’’ পাল্টা জবাব দিয়েছেন ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)’ এর আগরা সার্কলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার পটেলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাজ চত্বরে নমাজ পড়া বন্ধ হয়েছে।
Uttar Pradesh | Four people were arrested for offering namaz at the mosque in Taj Mahal premises. Three of them are from Hyderabad and one is from Azamgarh. They have been booked under section 153 of IPC. They have been presented in the court: Vikas Kumar, SP City Agra pic.twitter.com/WTU30EjzcY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 26, 2022
জাইদির অভিযোগ, কিছু পর্যটক তাজ দেখতে এসেছিলেন, তাঁরাই ওখানে নমাজ পড়তে বসছিলেন। তখন সিআইএসএফ তাঁদের পুলিশের হাতে তুলে দেয়। তিনি বলেন, ‘‘তাজমহলে নিত্য নমাজ পড়াই ছিল দস্তুর। কিন্তু কিছুদিন আগে এএসআই জানায়, নমাজ পড়ার অনুমতি নেই। এএসআইয়ের দাবি, সুপ্রিম কোর্ট শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়ার অনুমতি দিয়েছে।’’
সূত্রের খবর, বুধবার বিকেলে সিআইএসএফ জওয়ানরা দেখেন, চার জন নমাজ পড়তে বসছেন। সিআইএসএফ তাঁদের ধরলে, দু’জন পালানোর চেষ্টা করেন। জানা গিয়েছে, ধৃতদের চার জন হায়দরাবাদের বাসিন্দা। এক জন থাকেন আজমগড়ে।
জাইদির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এএসআইয়ের আধিকারিকের পাল্টা দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাজ চত্বরে নমাজ পড়া বন্ধ করা হয়েছে। তাঁর দাবি, শীর্ষ আদালত শুধু শুক্রবার তাজমহলে নমাজ পড়ার অনুমতি দিয়েছে। বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেই নমাজে অংশ নিতে পারেন কেবলমাত্র তাজগঞ্জের বাসিন্দারাই। বস্তুত তাজমহল ওই এলাকারই অন্তর্গত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy