কর্নাটকে নিগৃহীত বিদেশি পর্যটকেরা। এক ইজ়রায়েলি তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তাঁর সঙ্গে এক স্থানীয় তরুণীও গণধর্ষিত হয়েছেন। তাঁদের এক সঙ্গীর মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। নির্যাতিতারা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, দুই তরুণীর সঙ্গে আরও তিন যুবক ছিলেন। তাঁদের ধাক্কা মেরে খালের জলে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে শনিবার সকালে।
কর্নাটকের কোপ্পালের ঘটনা। বেঙ্গালুরু থেকে এই শহর ৩৫০ কিলোমিটার দূরে। সেখানে ঘুরতে গিয়েছিলেন ইজ়রায়েলি তরুণী। তাঁর সঙ্গে ছিলেন এক আমেরিকান যুবকও। এ ছাড়া, মহারাষ্ট্র এবং ওড়িশা থেকে আরও দুই যুবক কোপ্পালে ঘুরতে গিয়েছিলেন। তাঁরা একই হোম স্টে-তে উঠেছিলেন। বৃহস্পতিবার রাতে তুঙ্গভদ্রা নদীর খালের ধারে তাঁদের তারা দেখাতে নিয়ে গিয়েছিলেন ওই হোম স্টে-র মালকিন। অভিযোগ, সেই সময়ে তাঁদের উপর হামলা হয়। প্রথমে তিন পর্যটককে মারধর করে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়। তার পর হোম স্টে-র মালকিন এবং বিদেশি তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্তেরা।
আরও পড়ুন:
আমেরিকান যুবক এবং মহারাষ্ট্রের সেই পর্যটক দ্রুত জল থেকে উঠে আসতে পেরেছিলেন। কিন্তু ওড়িশার যুবক উঠতে পারেননি। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। কোপ্পালের এসপি রাম এল আরাসিদ্দি বলেন, ‘‘সানাপুরের কাছে তিন যুবক এবং দুই মহিলার উপর আক্রমণ করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন বিদেশি। অভিযোগপত্রে তাঁরা জানিয়েছেন, তাঁদের মারধর করা হয়েছে এবং যৌন হেনস্থা করা হয়েছে। দুই মহিলাকে হাসপাতালে রাখা হয়েছে। চাইলে তাঁরা চিকিৎসার জন্য অন্যত্র যেতে পারেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’
পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১১টা নাগাদ খালের ধারে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিলেন পর্যটকেরা। সেই সময়ে বাইকে করে তিন যুবক আসেন এবং পেট্রল পাম্পের খোঁজ করেন। তার পর পর্যটকদের কাছ থেকে ১০০ টাকা করে দাবি করেন তাঁরা। টাকা দিতে অস্বীকার করলে তাঁদের মারধর করা হয়। তার পর দুই তরুণীকে একে একে ধর্ষণ করেন তিন অভিযুক্ত। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে। দুই মহিলার স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে।