পশ্চিমবঙ্গ-সহ বিরোধী শাসিত রাজ্যগুলির বিধানসভায় কৃষি পণ্য বিপণন নিয়ে মোদী সরকারের খসড়া নীতির প্রত্যাহারের দাবিতে প্রস্তাব গ্রহণের দাবি তুলল সংযুক্ত কিসান মোর্চা। দেশের কৃষক সংগঠনগুলির এই ঐক্য মঞ্চের দাবি, ওই খসড়া নীতির মাধ্যমে মোদী সরকার তিন ‘কালো’ কৃষি আইন ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর মূল লক্ষ্য হল কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা করে দেওয়া। পঞ্জাবের আম আদমি পার্টি(আপ)-র সরকার বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করিয়েছে। কিসান মোর্চার দাবি, এ বার পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটক, তেলঙ্গানা, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো বিরোধী শাসিত রাজ্যগুলির বিধানসভাতেও একই রকম প্রস্তাব পাশ করানো হোক।