দিনভর আবেগে ভাসলেন রাজ্যসভার সাংসদরা। সকালে প্রধানমন্ত্রী চোখের জল ফেলেছিলেন। পরে বিদায়ী ভাষণে সেই আবেগ ফিরিয়ে দিলেন বিদায়ী কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন, রাজনীতির তাঁদের বহুবার মৌখিক বিরোধ হয়েছে। তবে প্রধানমন্ত্রী সে সব বিরোধিতা মনে রাখেননি, ব্যক্তিগত আক্রমণ ভাবেননি। এর জন্য তিনি কৃতজ্ঞ।
মঙ্গলবার ছিল রাজ্যসভার বিদায়ী সদস্যদের বিদায় সম্বর্ধনা পর্ব। সেখানে আজাদ বলেন, তিনি গর্বিত যে তিনি একজন হিন্দুস্তানি মুসলিম। তাঁকে যে পাকিস্তানে যেতে হয়নি, সে জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন। আজাদ বলেন, ‘‘আমি সেই সব সৌভাগ্যবানদের একজন যাঁরা কখনও পাকিস্তানে যাননি। বা যাঁদের পাকিস্তানে যেতে হয়নি। পাকিস্তানের পরিস্থিতির কথা যখন পড়ি, একজন ভারতীয় মুসলিম হিসাবে আমি গর্ববোধ করি।’’
বিদায়ী ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও ধন্যবাদ দিয়েছেন আজাদ। বলেছেন, ‘‘অটলজির থেকে অনেক কিছু শিখেছি। সংসদকে সচল রাখার, সংসদের স্থিতাবস্থা কাটানোর শিক্ষা তাঁর থেকেই পাওয়া।’’
I am among those fortunate people who never went to Pakistan. When I read about circumstances in Pakistan, I feel proud to be a Hindustani Muslim: Congress MP Ghulam Nabi Azad in his retirement speech in RS pic.twitter.com/0nmJdkMWI8
— ANI (@ANI) February 9, 2021
মঙ্গলবার সকালে আজাদের জন্য চোখের জল ফেলেছিলেন মোদী। বলেছিলেন, আজাদের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। আজাদ এ দিন তাঁর বক্তৃতায় বলেন, ‘‘বহুবার আপনার সঙ্গে আমার মৌখিক বিবাদ হয়েছে। আপনি যে সেই সব বিরোধ মনে রাখেননি, ব্যক্তিগত আক্রমণ ভাবেননি তার জন্য আমি কৃতজ্ঞ।’’ এর পরই আজাদ মনে করিয়ে দেন, ‘‘দেশও যৌথ প্রচেষ্টাতেই সফল ভাবে এগিয়ে যাবে, লড়াই করে নয়।’’
#WATCH: PM Modi gets emotional while reminiscing an incident involving Congress leader Ghulam Nabi Azad, during farewell to retiring members in Rajya Sabha. pic.twitter.com/vXqzqAVXFT
— ANI (@ANI) February 9, 2021