প্রতিনিধিত্বমূলক ছবি।
তিন দিনে ১০টি হাতির ‘অস্বাভাবিক’ মৃত্যুতে শোরগোলের মধ্যেই মধ্যপ্রদেশের বান্ধবগড়ে শনিবার হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম রামরতন যাদব।
বন দফতর সূত্রে খবর, ব্যাঘ্র সংরক্ষণ লাগোয়া জঙ্গলে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন রামরতন। সেই সময় আচমকাই একটি হাতি কাছে চলে আসে। হাতিটিকে দেখে পালানোর চেষ্টা করেন প্রৌঢ়। কিন্তু শেষরক্ষা হয়নি। পা দিয়ে রামরতনকে পিষে মারে হাতিটি। সংবাদ সংস্থা পিটিআইকে উমারিয়ার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) বিবেক সিংহ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দেবরা গ্রামে।
বন দফতর সূত্রে খবর, সম্প্রতি যে হাতির দলটি ওই এলাকায় ঘোরাফেরা করছিল, সেই দলের কোনও হাতি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ দিন ধরে বান্ধবগড়ে ১৩টি হাতির একটি দল ঘোরাফেরা করছিল। তার মধ্যে গত তিন দিনে ১০টি হাতির রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। বাকি তিনটি হাতির উপরে নজরদারি চালানো হচ্ছে। শনিবারের হামলার ঘটনায় সেই হাতির দল জড়িত কি না, খতিয়ে দেখছেন বন দফতরের কর্মীরা।
আরও এক বনাধিকারিক জানিয়েছেন, বেঁচে থাকা বাকি তিনটি হাতিকে কাটনি জেলার দিকে যেতে দেখা গিয়েছে। এর আগে কাটনির দিকে কখনও যায়নি কোনও হাতির দল। ফলে এই ধরনের গতিবিধি বেশ সন্দেহজনক বলেই মনে করছেন বন দফতরের কর্মীরা।
গত তিন দিনে ১০টি হাতির ‘অস্বাভাবিক’ মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই দিল্লি থেকে একটি বিশেষজ্ঞ দল বান্ধবগ়ড়ে পৌঁছে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা মনে করছেন, কোদো বাজরা খেতে বিষক্রিয়ার ফলেই হাতিগুলির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে বলেই জানিয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy